Advertisement
২৭ এপ্রিল ২০২৪

শাস্ত্রীয় মত বিরাটদের অর্থ বৃদ্ধির দিকেই

ভারতীয় ক্রিকেটাররা নতুন করে আর্থিক চুক্তি বাড়ানোর যে দাবি তুলেছেন, তাতে পুরোপুরি সমর্থন আছে রবি শাস্ত্রীর। সোমবারের আনন্দবাজারেই প্রথম প্রকাশিত হয়েছিল, বিরাট কোহালিরা টাকার অঙ্ক নিয়ে খুশি নন এবং তাঁরা দু’ধরনের চুক্তি চাইছেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ০৩:৪৩
Share: Save:

ভারতীয় ক্রিকেটাররা নতুন করে আর্থিক চুক্তি বাড়ানোর যে দাবি তুলেছেন, তাতে পুরোপুরি সমর্থন আছে রবি শাস্ত্রীর।

সোমবারের আনন্দবাজারেই প্রথম প্রকাশিত হয়েছিল, বিরাট কোহালিরা টাকার অঙ্ক নিয়ে খুশি নন এবং তাঁরা দু’ধরনের চুক্তি চাইছেন। যে প্রসঙ্গে শাস্ত্রী বলেছেন, ভারতীয় বোর্ড যে আর্থিক চুক্তির কথা কোহালিদের জন্য ঘোষণা করেছে, সেটা খুবই সামান্য। ‘‘এই চুক্তিতে দেখলাম কোহালিরা ২ কোটি টাকা পাবে। ২ কোটি টাকাটা কী এমন? কিছুই নয়। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কী পায়, সেটা দেখেছেন?’’ শাস্ত্রী মনে করেন, কোহালিদের নতুন দাবি পুরোপুরি ন্যায্য।

আইপিএলে কোনও টিম না পাওয়া চেতেশ্বর পূজারাকে নিয়েও বলেছেন শাস্ত্রী। ভারতের প্রাক্তন টিম ডিরেক্টরের বক্তব্য, ‘‘টেস্ট ক্রিকেটারদের চুক্তি সর্বোচ্চ পর্যায়ের হওয়া উচিত। বাকি সেরা ক্রিকেটারদের মতো চুক্তি পাওয়া উচিত পূজারারও। তা হলে আইপিএলে ও টিম পেল কি না, সেটা নিয়ে আর মাথা ঘামাবে না পূজারা। তাই এই গ্রেড চুক্তিটা খুব বিশাল পরিমাণের হওয়া উচিত। তা হলে পুজারা নিশ্চিন্ত মনে কাউন্টি ক্রিকেট খেলতে যেতে পারবে।’’

একই সঙ্গে শাস্ত্রী মনে করেন, বড় বেশি আইসিসি টুর্নামেন্ট এখন খেলা হচ্ছে। যার কোনও প্রয়োজন নেই। শাস্ত্রীর বক্তব্য, ‘‘আপনি যদি আমাকে বলেন, তা হলে বলব, আর পাঁচ বছর পরে খুব কম সংখ্যক ৫০ ওভারের খেলা হবে। খুব বেশি আইসিসি টুর্নামেন্ট হচ্ছে এখন। আমাকে বলুন তো কোন খেলায় এতগুলো বিশ্ব চ্যাম্পিয়নশিপ আছে? আসলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়া মানে বিশ্বকাপের গুরুত্ব কমে যাওয়া।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE