Advertisement
২০ এপ্রিল ২০২৪
Ravi Shastri

টেস্ট ক্রমতালিকায় শীর্ষে কোহলীরা, কী বললেন প্রশিক্ষক রবি শাস্ত্রী

টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম বদলে গেলেও যে ভাবে লড়াই করেছে ভারতীয় দল, তা নিয়ে খুশি প্রশিক্ষক শাস্ত্রী।

খুশি প্রশিক্ষক শাস্ত্রী।

খুশি প্রশিক্ষক শাস্ত্রী। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০২১ ১৭:৫২
Share: Save:

পাঁচ বছর ধরে টেস্ট ক্রিকেটে শীর্ষস্থানে ভারত। বিরাট কোহলী এবং রবি শাস্ত্রীর জুটি ভারতকে এগিয়ে নিয়ে চলেছে। টেস্টে অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানোর মতো কঠিন কাজও করে দেখিয়েছেন তাঁরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম বদলে গেলেও যে ভাবে লড়াই করেছে ভারতীয় দল, তা নিয়ে খুশি প্রশিক্ষক শাস্ত্রী।

দলের প্রশংসা করে টুইট করেন শাস্ত্রী। তিনি লেখেন, ‘ইস্পাতের মতো কঠিন মানসিকতার হয়ে উঠেছে দল। ওদের লক্ষ্যই ছিল আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রাখা। ছেলেরা এটা অর্জন করে নিয়েছে। মাঝপথে নিয়ম পাল্টে যায়। কিন্তু সব ধরনের বাধা টপকে এসেছে ভারতীয় দল। কঠিন সময়ে কঠিন ক্রিকেট খেলেছে আমার ছেলেরা। ওদের জন্য আমি গর্বিত’।

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ২০১৭ সাল থেকে ভারতীয় দলকে প্রশিক্ষণ দিয়ে আসছেন। ২০১৯ বিশ্বকাপের পর তাঁর চুক্তি বাড়িয়ে দেয় বোর্ড। ১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত এবং নিউজিল্যান্ড। আইসিসি-র ক্রমতালিকায় এক এবং দুই নম্বর স্থানে রয়েছে এই দুই দল। মাত্র ১ রেটিং পয়েন্টের ব্যবধান রয়েছে তাদের মধ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE