Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Ravi Shastri

ছত্রিশের স্রোতে শাস্ত্রী

১৯৭৫ সালে বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের ওয়ান ডে ছিল ৩৬ নম্বর ম্যাচ।

স্মৃতি: নানা জয়ের স্মারক। ট্রফি ক্যাবিনেটের সামনে রবি শাস্ত্রী। টুইটার

স্মৃতি: নানা জয়ের স্মারক। ট্রফি ক্যাবিনেটের সামনে রবি শাস্ত্রী। টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০২১ ০৬:৫৬
Share: Save:

শুক্রবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্ট সিরিজ শুরু। তার আগে সংখ্যা নিয়ে মেতে উঠলেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। বুধবার শাস্ত্রীর টুইট নিয়ে জোর চর্চা চলল ক্রিকেটমহলে।


শাস্ত্রী টুইট করেন, “ওহ, অনেক বেশি ৩৬ রয়েছে। আমার ছ’টা ছয়। অ্যাডিলেডে দলের স্কোর ৩৬। আবার ৩৬তম একদিনের ম্যাচে গাওস্করের ৩৬। যুবরাজের ছ’টা ছয়ে ৩৬। হয়তো আরও হবে আগামী দিনে।” আসলে ভারতীয় ক্রিকেটের সঙ্গে ৩৬ সংখ্যার এক গভীর যোগ রয়েছে। ১৯৮৪-৮৫ সালে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে বরোদার বিরুদ্ধে শাস্ত্রী স্বয়ং ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ যখন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ছয় বলে ছয় ছক্কা হাঁকাচ্ছেন, ধারাভাষ্যকারের আসনে ছিলেন তিনি।


১৯৭৫ সালে বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের ওয়ান ডে ছিল ৩৬ নম্বর ম্যাচ। সেই ম্যাচে ইংল্যান্ডের ৩৩৫ রান তাড়া করতে গিয়ে সুনীল গাওস্কর ৬০ ওভারে অপরাজিত ছিলেন ৩৬ রানে! সম্প্রতি অ্যাডিলেডে দিনরাতের টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৩৬ রানে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Ravi Shastri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE