Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ম্যান ইউ ট্র্যাজেডি বিতর্কে অশ্বিন

আগামী বছর থেকে আইপিএলে ফিরছে সিএসকে। যা নিয়ে অশ্বিন বলেছিলেন, ‘‘আমার মনে হয় এই দু’বছর আইপিএলের বাইরে থাকায় সিএসকে-কে নিয়ে আগ্রহ আরও বেড়ে যাবে।

রবিচন্দ্রন অশ্বিন। ছবি: এএফপি।

রবিচন্দ্রন অশ্বিন। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ০৫:০১
Share: Save:

চেন্নাই সুপার কিংগসের আইপিএল প্রত্যাবর্তনের সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ১৯৫৮ সালের মর্মান্তিক বিমান দুর্ঘটনার তুলনা করে বিতর্কে জড়ালেন ভারতীয় অফস্পিনার আর. অশ্বিন। যার জেরে বুধবার রাতের দিকে টুইটারে নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিতে হল অশ্বিনকে।

আগামী বছর থেকে আইপিএলে ফিরছে সিএসকে। যা নিয়ে অশ্বিন বলেছিলেন, ‘‘আমার মনে হয় এই দু’বছর আইপিএলের বাইরে থাকায় সিএসকে-কে নিয়ে আগ্রহ আরও বেড়ে যাবে। ঠিক যেমন বিমান দুর্ঘটনার পরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ক্ষেত্রে হয়েছিল। দু’টো হয়তো একই পর্যায়ের নয়, কিন্তু আমার মনে হয় বিশ্ব জুড়ে ভক্তরা সিএসকে-র প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে আছে।’’

অশ্বিনের এই বক্তব্য জানাজানি হওয়ার পরে তীব্র প্রতিক্রিয়া হয় সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, মিউনিখ বিমানবন্দরে টেক অফের সময় দুর্ঘটনায় পড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিমান। দুর্ঘটনায় আট ফুটবলার-সহ ২৩ জনের মৃত্যু হয়।। অশ্বিন এই স্পর্শকাতর ব্যাপারে মুখ খোলায় জোর বিতর্ক শুরু হয়ে যায়।

আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে হারানো যায়, মত মিতালির

যা দেখার পরে অশ্বিন টুইট করেন, ‘মিউনিখ দুর্ঘটনা নিয়ে আমার বক্তব্যের ঠিক মতো ব্যাখ্যা করা হয়নি। আমি মোটেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সেই ঘটনার সঙ্গে সিএসকে-র তুলনা করতে চাইনি। আমি বলেছিলাম, যখন কোনও টিম দীর্ঘ দিন বাদে ফিরে আসে, তখন তাদের নিয়ে উৎসাহের মাত্রা অনেক বে়ড়ে যায়। আরও বেশি করে সমর্থকেরা টিমের খেলা দেখতে আসে। আমার বক্তব্য নিয়ে এত হইচই করার কোনও মানে নেই।’’

পাশাপাশি অশ্বিন এও বলেছেন, ‘যারা আমাকে ঘৃণা করে, তাদের জন্য বলছি, আপাতত আমাকে ভুলে যান। আবার যখন আমার কথার ভুল ব্যাখ্যা হবে, তখন আবার কথা হবে।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE