চেন্নাই সুপার কিংগসের আইপিএল প্রত্যাবর্তনের সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ১৯৫৮ সালের মর্মান্তিক বিমান দুর্ঘটনার তুলনা করে বিতর্কে জড়ালেন ভারতীয় অফস্পিনার আর. অশ্বিন। যার জেরে বুধবার রাতের দিকে টুইটারে নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিতে হল অশ্বিনকে।
আগামী বছর থেকে আইপিএলে ফিরছে সিএসকে। যা নিয়ে অশ্বিন বলেছিলেন, ‘‘আমার মনে হয় এই দু’বছর আইপিএলের বাইরে থাকায় সিএসকে-কে নিয়ে আগ্রহ আরও বেড়ে যাবে। ঠিক যেমন বিমান দুর্ঘটনার পরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ক্ষেত্রে হয়েছিল। দু’টো হয়তো একই পর্যায়ের নয়, কিন্তু আমার মনে হয় বিশ্ব জুড়ে ভক্তরা সিএসকে-র প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে আছে।’’
অশ্বিনের এই বক্তব্য জানাজানি হওয়ার পরে তীব্র প্রতিক্রিয়া হয় সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, মিউনিখ বিমানবন্দরে টেক অফের সময় দুর্ঘটনায় পড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিমান। দুর্ঘটনায় আট ফুটবলার-সহ ২৩ জনের মৃত্যু হয়।। অশ্বিন এই স্পর্শকাতর ব্যাপারে মুখ খোলায় জোর বিতর্ক শুরু হয়ে যায়।