Advertisement
E-Paper

পেরেরাকে নকল করলেন জাডেজা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

গল টেস্টের তৃতীয় দিনে ড্রেসিংরুমে শ্রীলঙ্কার অফ স্পিনার দিলরুবান পেরেরার বোলিং অ্যাকশানকে নকল করে দেখান জাডেজা। এক বার নয়, দু-দু’বার পেরেরার অ্যাকশানকে নকল করেন জাডেজা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ১৩:১৩
রবীন্দ্র জাডেজা। ছবি: সংগৃহীত।

রবীন্দ্র জাডেজা। ছবি: সংগৃহীত।

র‌্যাঙ্কিংয়ে অনেক পিছনে থাকা জিম্বাবোয়ের কাছে সিরিজ হেরে এমনিতেই কোণঠাসা শ্রীলঙ্কান শিবির। শুধু ক্রিকেটাররাই নন, দলের এই পারফরম্যান্সে হতাশ সমর্থকরাও। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা সমর্থকদের বিরক্তি আরও কিছুটা বাড়িয়ে দিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।

আরও পড়ুন: ৫৫০ তাড়া করতে নেমে ওপেনারদের হারিয়ে ব্যাকফুটে শ্রীলঙ্কা

গল টেস্টের তৃতীয় দিনে ড্রেসিংরুমে শ্রীলঙ্কার অফ স্পিনার দিলরুবান পেরেরার বোলিং অ্যাকশানকে নকল করে দেখান জাডেজা। এক বার নয়, দু-দু’বার পেরেরার অ্যাকশানকে নকল করেন জাডেজা। সৌরাষ্ট্রর অলরাউন্ডারের কাণ্ড দেখে হাসতে দেখা যায় কোচ রবি শাস্ত্রী থেকে অধিনায়ক বিরাট কোহালি— সকলকেই। ভিডিওটি ইউটিউবে প্রকাশ হওয়া মাত্রই ঝড়ের গতিতে বাড়তে থাকে শেয়ার আর লাইকের পরিমাণ। হাসির রোল ওঠে সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় সমর্থকরা মজা পেলেও এই ঘটনায় যথেষ্ট অসন্তুষ্ট শ্রীলঙ্কা সমর্থকরা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেন, “ভারতীয় দলের বিরুদ্ধে এখনও এরকম কোনও অভিযোগ আমরা এখন পাইনি। তবে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা কখনই মানা হবে না।”

দেখে নিন ভিডিও:

Ravindra Jadeja India Srilanka Test Match গল Galle ভারত শ্রীলঙ্কা রবীন্দ্র জাডেজা Dilruwan Perera দিলরুবান পেরেরা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy