সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের আগেই ধাক্কা খেতে চলেছিল ভারতীয় টিমের গেমপ্ল্যান। যা আটকাতে দ্রুত ‘এস ও এস’ পাঠাতে হল টিম ম্যানেজমেন্টকে।
শুক্রবার প্র্যাকটিসে পায়ে চোট পান অক্ষর পটেল। শনিবার দুপুর পর্যন্তও তাঁকে খেলানোর একটা চেষ্টা চলছিল। কিন্তু সেই চেষ্টায় কোনও লাভ হয়নি। রাতে ভারতীয় বোর্ড সরকারি ভাবে জানিয়ে দিল, অক্ষর পটেলের বদলি হিসেবে উড়িয়ে আনা হচ্ছে রবীন্দ্র জাডেজাকে। রাতে খোঁজ নিয়ে জানা গেল, ম্যাচের দিন সকাল, অর্থাৎ আজ রবিবারই চেন্নাই চলে আসছেন জাডেজা। এবং ঠিক সময় এসে গেলে তাঁর খেলার সম্ভাবনা খুব বেশি মাত্রায় আছে।
কেন এত দ্রুত বদলি ক্রিকেটার চেয়ে পাঠানো হল? আসলে ভারতীয় টিমের গেমপ্ল্যান ছিল চেন্নাইয়ের পাটা উইকেটে দু’জন অলরাউন্ডারকে টিমে রাখার। শনিবার সাংবাদিক বৈঠকে এসে বিরাট বলেও যান, ‘‘এখন অনেক টিমই দুই অলরাউন্ডার খেলানোর দিকে যাচ্ছে। এতে টিমের ব্যালান্সটা ভাল হয়।’’