গত এক বছরে আস্তে আস্তে নিজেকে ভারতীয় ওয়ান ডে দলের অপরিহার্য ক্রিকেটার হিসেবে তুলে ধরেছেন রবীন্দ্র জাডেজা। এতটাই যে বিরাট কোহালি পর্যন্ত কটকে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরে বলে দিয়েছেন, ‘‘আমি আউট হওয়ার পরেও জাডেজা উইকেটে ছিল। ওর আত্মবিশ্বাস দেখে আমার টেনশন কমে যায়।’’ শেষ পর্যন্ত ৩১ বলে অপরাজিত ৩৯ রান করে, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মাঠ ছাড়েন জাডেজা।
ম্যাচের পরে এই অলরাউন্ডার বলেছেন, ‘‘আমার নিজের কাছে প্রমাণ করার ছিল যে, ওয়ান ডে ক্রিকেটটা এখনও খেলতে পারি। বিশ্বের আর কারও কাছে কিছু প্রমাণ করার জন্য আমি খেলি না।’’ এর আগে ইংল্যান্ডে বিশ্বকাপ চলার সময় প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জয় মঞ্জরেকর মন্তব্য করেছিলেন, জাডেজা এক জন সাধারণ মানের ক্রিকেটার। যার পরে সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৫৯ বলে ৭৭ রান করে ভারতকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন জাডেজা।
বছরের শুরুতেও জাডেজা ওয়ান ডে দলের নিয়মিত সদস্য ছিলেন না। কিন্তু সেই ছবিটা বদলে গিয়েছে। এখন জাডেজার জন্য ‘কুল-চা’ জুটিকেও ভেঙে দিতে হয়েছে ভারতকে। হয় যুজবেন্দ্র চহাল না হয় কুলদীপ যাদব, দুই রিস্ট স্পিনারের মধ্যে এক জনকে খেলানো সম্ভব হচ্ছে। অন্য স্পিনারের জায়গাটা নিয়ে নিয়েছেন জাডেজা। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘এই বছরে আমি বেশি ওয়ান ডে খেলার সুযোগ পাইনি। তাই যখনই সুযোগ পেয়েছি, ব্যাট, বল বা ফিল্ডিংয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’’ এই বছর ভারতের ২৮টি ম্যাচের মধ্যে ১৫টি খেলেছেন এই