Advertisement
০২ মে ২০২৪

টাই টেস্ট ভোলেননি রেমন্ড

তিনি ছিলেন ১৯৮৬ সালের চেন্নাইয়ের ভারত-অস্ট্রেলিয়ার ঐতিহাসিক টাই টেস্ট ম্যাচের অন্যতম নায়ক। ওই টেস্টের চরম নাটকীয় শেষ ইনিংসে পেয়েছিলেন ৫ উইকেট।

আর্যভট্ট খান
রাঁচী শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৭ ০৩:৫০
Share: Save:

তিনি ছিলেন ১৯৮৬ সালের চেন্নাইয়ের ভারত-অস্ট্রেলিয়ার ঐতিহাসিক টাই টেস্ট ম্যাচের অন্যতম নায়ক। ওই টেস্টের চরম নাটকীয় শেষ ইনিংসে পেয়েছিলেন ৫ উইকেট। সেই অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার রেমন্ড ব্রাইট রাঁচীর রাস্তায় ই-রিক্সার (টোটো) সাওয়ারি হয়ে রীতিমতো মুগ্ধ। ৬২ বছরের রেমন্ড দিল্লির একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে ভারতে এসেছেন। সঙ্গে আছেন আরও ৩৩ জন সতীর্থ। আজ থেকে ৩১ বছর আগের সেই জমজমাট টাই টেস্টের কথা তাঁর স্মৃতিতে জ্বলজ্বল করছে। সেই ম্যাচ নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে রেমন্ড বলেন, ‘‘টাই টেস্টের দু’টো ইনিংসেই আউট করেছিলাম আজহারউদ্দিনকে। আর ভারতের দ্বিতীয় ইনিংসে আউট করেছিলাম গাওস্করকে।’’ রেমন্ড জানালেন, পরিষ্কার মনে আছে গাওস্করকে আউট করার বলটার কথা। তিনি বলেন, ‘‘টেস্ট ম্যাচে গাওস্করকে আউট করা য়ে কোনও বোলারের কাছে স্বপ্নের মতো। গাওস্করকে নব্বই রানে আউট করেছিলাম আমি। এ রকম একটা টেস্টে গাওস্করকে আউট করতে পেরেছিলাম ভেবে এখনও গর্ব হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ray Bright Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE