Advertisement
২৫ এপ্রিল ২০২৪

২৯ বছরের সম্পর্ক শেষ হতে চলেছে গিগসের

সেই ১৪ বছর বয়সে শুরু হয়েছিল একসঙ্গে পথ চলা। ফুটবল জীবনের সব ওঠা-পড়া সবই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গেই। বদলাননি ক্লাব। সেই রায়ান গিগস-ম্যানচেস্টার ইউনাইটেড সংসারে এবার হালকা অভিমান। আর যার ফল সেই সম্পর্কের ইতি হতে চলেছে এই মরসুমেই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ১৮:৩৫
Share: Save:

সেই ১৪ বছর বয়সে শুরু হয়েছিল একসঙ্গে পথ চলা। ফুটবল জীবনের সব ওঠা-পড়া সবই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গেই। বদলাননি ক্লাব। সেই রায়ান গিগস-ম্যানচেস্টার ইউনাইটেড সংসারে এবার হালকা অভিমান। আর যার ফল সেই সম্পর্কের ইতি হতে চলেছে এই মরসুমেই। গত ২৯ বছরে গিগস ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন ৯৬৩টি ম্যাচ। খেলা থেকে অবসর নিয়েও থেকে গিয়েছিলেন দলের সঙ্গে সহকারি কোচ হিসেবে। ডেভিড মোয়েস ও লুই ফান হালের মতো ম্যানেজারের সঙ্গেও কাজ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। কিন্তু সেই সবই অতীত হতে চলেছে। কারণ হিসেবে শোনা যাচ্ছে নতুন ম্যানেজার হোসে মোরিনহোর জমানায় গিগসের গুরুত্ব কমে যাওয়া।

ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে গিগসকে যে অফার দেওয়া হয়েছে সেটা মেনে নিতে পারেননি তিনি। সেই অফার ফিরিয়ে দিয়েছেন গিগস। গিগসের পক্ষ থেকে তাঁর প্রতিনিধি এই মুহূর্তে ক্লাবের সঙ্গে কথা চালাচ্ছেন। চুক্তি অনুযায়ী এটাই গিগসের শেষ বছর ম্যানচেস্টার ইউনাইটেডে। যদি দু’পক্ষ একমত হতে পারে তাহলে হয়তো এই বছরটা পুরনো ক্লাবে থেকেও যেতে পারেন। না হলে নতুন ক্লাবে দেখা যেতে পারে রায়ান গিগসকে।

আরও খবর

অবসরের ইঙ্গিত ইকার ক্যাসিয়াসের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rayan Giggs Manchester United
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE