জগমোহন ডালমিয়ার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রাক্তন সভাপতি আহম মুস্তফা কামাল প্রমুখ। পাশাপাশি শোক জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। ১৭তম জাতীয় ক্রিকেট লিগে অংশ নিতে বাংলাদেশের ক্রিকেটাররা এখন ফতুল্লা, রাজশাহি, বগুড়া ও খুলনায় রয়েছেন। সোমবার সকাল সাড়ে ন’টায় জাতীয় লিগের প্রথম রাউন্ডের চতুর্থ দিনের খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেন তাঁরা। হাতে কালো ব্যাজও পরেছিলেন। শুধু ভারত নয়, বাংলাদেশেও সমান জনপ্রিয় ছিলেন ডালমিয়া। তাঁর উদ্যোগেই ২০০০ সালে ‘টেস্ট স্ট্যাটাস’ পেয়েছিল বাংলাদেশ। ও দেশের ক্রিকেট অনুরাগীদের কাছে তিনি ‘বাংলাদেশের বন্ধু’ হিসেবেই তিনি পরিচিত। বাংলাদেশের ক্রিকেটেও তাঁর অবদানও কম নয়।