১-০ ব্যবধানে এগিয়ে থেকেও ২-১ ব্যবধানে এক দিনের সিরিজ় হেরে হতাশ শুভমন গিল। নিউ জ়িল্যান্ডের কাছে হারের পর দলের ব্যর্থতা মেনে নিলেন ভারতীয় দলের অধিনায়ক। যদিও তাঁর মুখে শোনা গিয়েছে কয়েক জন সতীর্থের প্রশংসা। পরে সাংবাদিক বৈঠকেও তাঁর মুখে শোনা গিয়েছে একাধিক উদ্বেগের কথা।
পরের বছর এক দিনের বিশ্বকাপ। তার আগে ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের কাছে সিরিজ় হারে উদ্বিগ্ন শুভমন। রবিবার খেলা শেষ হওয়ার পর ভারতীয় দলের অধিনায়ক বললেন, ‘‘প্রথম ম্যাচের পর আমরা ভাল খেলিনি। এখানে ১-১ অবস্থায় এসেছিলাম। এই পারফরম্যান্স সত্যিই হতাশাজনক। আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে।’’
বিরাট কোহলির ব্যাটিংয়ের প্রশংসা করেছেন শুভমন। তিনি বলেছেন, ‘‘বিরাট ভাইয়ের ব্যাটিং আমাদের প্রাপ্তি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে। এই সিরিজ়েও দারুণ খেলল। কোহলি ভাই এ রকমই খেলে। চাইব আগামী দিনেও আমাদের জন্য এ ভাবেই খেলুক। তবে এই সিরিজ়ের প্রাপ্তি ব্যাটার হর্ষিত রানা। দু’টো ম্যাচে দারুণ ব্যাট করল। ও আট নম্বরে ব্যাট করে। এখন এক দিনের ক্রিকেটে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই সিরিজ়ে হর্ষিত ব্যাট হাতেও ভাল করল। এটা অবশ্যই একটা ইতিবাচক প্রাপ্তি। জোরে বোলারদের কথাও বলব। সব ম্যাচেই ভাল বল করেছে ওরা।’’
শুভমন মেনে নিয়েছেন বিশ্বকাপে ভাল ফল করতে হলে উন্নতি প্রয়োজন। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘বিশ্বকাপের কথা মাথায় রেখে বলতে পারি, আমাদের বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে। সব মিলিয়ে আমাদের পারফরম্যান্স ভাল হয়নি। নীতীশ কুমার রেড্ডি সুযোগ কাজে লাগানোয় আমি খুশি।’’ উল্লেখ্য, পরের পর ম্যাচে নীতীশের ব্যর্থতায় সমালোচনা শুরু হয়েছিল। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের পর তাঁকে কড়া বার্তা দিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর।
পরে সাংবাদিক বৈঠকে রবীন্দ্র জাডেজার ফর্ম নিয়ে কিছুটা উদ্বিগ্ন মনে হয়েছে শুভমনকে। তিনি বলেছেন, ‘‘জাডেজা কতগুলো ম্যাচ খেলেছে আমি জানি না। তবে জাডেজা অত্যন্ত অভিজ্ঞ অলরাউন্ডার। আমরা ওর থেকে যে রকম পারফরম্যান্স প্রত্যাশা করি, সেটা এই সিরিজ়ে হয়নি। মাঝের ওভারগুলোয় জাডেজা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বোলার। আশা করব আগামী দিনে আমরা আবার চেনা মেজাজে দেখতে পাব ওকে।’’
আরও পড়ুন:
উদ্বিগ্ন শুনিয়েছে ওপেনিং জুটি নিয়েও। যদিও রোহিত শর্মার ফর্ম নিয়ে তিনি চিন্তিত নন। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘আমরা রান তাড়া করতে পছন্দ করি। এটাই আমাদের পরিকল্পনা থাকে। শিশির পড়লে ব্যাটিং সহজ হয়ে যায়। পিচও সহজ হয় পরের দিকে কিছুটা। বড় রান তাড়া করার হলে আমাদের লক্ষ্য থাকে প্রথম ১০ ওভারে উইকেট না হারানোর। সেটা এই সিরিজ়ে হয়নি। আমরা কেউ না কেউ আউট হয়ে গিয়েছি। রোহিত ভাই শুরুটা ভালই করছে। কিন্তু সেটা বড় ইনিংসে পরিণত করতে পারছে না। অনেক সময় এ রকম হয়। এটা নিয়ে আমরা ভাবছি না।’’