গত বছরের রঞ্জি ট্রফি জয়ী দল তারা। তার আগেও জিতেছে দু’বার। তবে এত দিন ভারতের সাদা বলের ঘরোয়া ক্রিকেটে কোনও সাফল্য পায়নি বিদর্ভ। সেই খরা কেটে গেল রবিবার। অথর্ব তাইড়ের শতরানের সৌজন্যে বিজয় হজারের ফাইনালে সৌরাষ্ট্রকে হারিয়ে ট্রফি জিতল তারা।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় সৌরাষ্ট্র। বিদর্ভের দুই ওপেনার শুরুটা করেছিলেন ভালই। প্রথম উইকেটে ৮০ রান ওঠে। সেমিফাইনালের শতরানকারী আমন মোখাড়ে এ দিন ৩৩ রানে ফিরে যান। তবে যশ রাঠোরকে (৫৪) নিয়ে দলকে টানেন অথর্ব।
দ্বিতীয় উইকেটে ওঠে ১৩৩ রান। শতরান করেন অথর্ব। ১৫টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ১১৮ বলে ১২৮ করেন তিনি। ৬১ বলে ৫৪ করেন যশ। এর সৌরাষ্ট্রের কোনও ব্যাটারই দাঁড়াতে পারেননি। তবু তিনশোর গন্ডি পেরিয়ে যায় বিদর্ভ। নির্ধারিত ওভারে ৩১৭/৮ তোলে।
সৌরাষ্ট্র শুরুতেই হারায় হার্ভিক দেসাইকে (২০)। একই রানে ফেরেন বিশ্বরাজ জাডেজাও (৮), যিনি আগের ম্যাচে শতরান করে দলকে জিতিয়েছিলেন। প্রেরক মাঁকড় (৮৮) এবং সম্মর গুজ্জর (২৫) মিলে দলকে ধসের হাত থেকে বাঁচান। পঞ্চম উইকেটে প্রেরক এবং চিরাগ জানি (৬৪) ৯৩ রানের জুটি গড়েন।
আরও পড়ুন:
প্রেরক ফেরার পর দলকে টানছিলেন চিরাগ। কিন্তু উল্টো দিকে কেউ তাঁর পাশে দাঁড়াতে পারেননি। সাত বল বাকি থাকতেই ২৭৯ রানে অলআউট হয়ে যায় সৌরাষ্ট্র।