Advertisement
২১ মার্চ ২০২৩
Durand Cup

বিক্ষিপ্ত মন নিয়েই চেন্নাইকে হারালেন দানিশরা

কাশ্মীর নিয়ে রাজনৈতিক পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। ফুটবলারদের শরীরই কেবল পড়ে রয়েছে কলকাতায়। মনটা রয়ে গিয়েছে কাশ্মীরে।

রিয়াল কাশ্মীরের কোচ রবার্টসন। —ফাইল চিত্র।

রিয়াল কাশ্মীরের কোচ রবার্টসন। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৯ ২১:০৪
Share: Save:

বাড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দানিশ ফারুকদের। কলকাতায় বসে পরিবারের কোনও খবরাখবরই পাচ্ছেন না ডুরান্ড খেলতে আসা রিয়াল কাশ্মীরের ফুটবলাররা। আজ, বুধবার উপত্যকার ক্লাবটি ১-০ হারাল চেন্নাই সিটি এফসিকে।

Advertisement

কাশ্মীর নিয়ে রাজনৈতিক পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। ফুটবলারদের শরীরই কেবল পড়ে রয়েছে কলকাতায়। মনটা রয়ে গিয়েছে কাশ্মীরে। মাঠে অবশ্য দানিশ ফারুকদের দেখে কে বলবে, তাঁদের মন বিক্ষিপ্ত। ৯০ মিনিটে কাশ্মীরের তারকা দানিশ ফারুকের দূরপাল্লার শট কাঁপিয়ে দেয় চেন্নাইয়ের জাল। তার আগে চেন্নাই গোলকিপারের নির্বুদ্ধিতায় ব্যাকফুটে চলে দল।

৭৬ মিনিটে চেন্নাইয়ের গোলকিপার কবীর টি পেনাল্টি বক্সের বাইরে বল হাত দিয়ে ধরেন। রেফারি তাঁকে লাল কার্ড দেখান। বাকি সময়টা নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ পায় রিয়াল কাশ্মীর। আক্রমণের ঝাঁঝও বাড়তে থাকে। খেলার একেবারে শেষ লগ্নে ফারুকের ডান পায়ের জোরালো শট কাশ্মীর কোচ ডেভিড রবার্টসনকে স্বস্তি এনে দেয়।

কাশ্মীরের উদ্ভুত পরিস্থিতি নিয়ে ম্যাচের শেষে ফারুক বলছেন, ‘‘আমরা পেশাদার ফুটবলার। এই ধরনের ঘটনা ঘটতেই পারে। আগামিকাল অন্য কিছু ঘটতেই পারে। পরিস্থিতির মোকাবিলা কী ভাবে করতে হবে, সেটাই শিখিয়ে দেয় ফুটবল।’’ ফুটবলাররা অবশ্য কোচ রবার্টসনকে পুরো কৃতিত্ব দিচ্ছেন। ফুটবলারদের সব সময়ে উৎসাহ দিয়ে গিয়েছেন তিনি। যার জন্য দানিশ ফারুকরা মানসিক ভাবে ভেঙে পড়েননি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.