Advertisement
০২ মে ২০২৪
real madrid

লা লিগার শেষ তিন ম্যাচের আগে গভীর সঙ্কটে রিয়াল মাদ্রিদ

রিয়ালের পরের তিনটি ম্যাচ খেলবে গ্রানাদা, অ্যাটলেটিকো বিলবাও ও ভিয়ারিয়ালের বিরুদ্ধে।

ফেরল্যান্ড মেন্ডি

ফেরল্যান্ড মেন্ডি ফাইল চিত্র

সংবাদ সংস্থা
মাদ্রিদ শেষ আপডেট: ১১ মে ২০২১ ১৯:১৩
Share: Save:

লা লিগার শেষ তিন ম্যাচের আগে বড় সমস্যায় রিয়াল মাদ্রিদ। চোটের কারণে দলে নেই নিয়মিত লেফট ব্যাক ফেরল্যান্ড মেন্ডি। শিন বোনে চোটের কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। গোটা মরসুমে রিয়ালের ২৭ জন ফুটবলার চোট পেয়েছেন অথবা কোভিডে আক্রান্ত হয়েছেন।

রবিবার সেভিয়ার বিরুদ্ধে জয় পেলে শীর্ষে চলে যেতে পারত জিনেদিন জিদানের ছেলেরা। তবে তা হয়নি। ২-২ গোলে ম্যাচ শেষ হওয়ায়। ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দু’ নম্বরে আছে রিয়াল। সম সংখ্যক ম্যাচে একই পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট পেয়ে শীর্ষে আটলেতিকো মাদ্রিদ।

রিয়ালের পরের তিনটি ম্যাচ খেলবে গ্রানাদা, আটলেটিকো বিলবাও ও ভিয়ারিয়ালের বিরুদ্ধে। তবে এই শেষ তিন ম্যাচে চার অভিজ্ঞ ডিফেন্ডারের কাউকেই পাবে না রিয়াল মাদ্রিদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

real madrid Zinedine Zidane
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE