Advertisement
০২ মে ২০২৪
Sports News

ফের রিয়ালের লক্ষ্য নেমার

ফরাসি লিগে মার্সেইয়ের বিরুদ্ধে গত ২৫ ফেব্রুয়ারি চোট পেয়ে মাঠ ছাড়েন নেমার। তাঁর ডান পায়ের পাতার হাড় ভেঙে যায়। গত ৫ মার্চ ব্রাজিলে অস্ত্রোপচারের পরে ডাক্তাররা জানিয়েছিলেন, সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত তিন মাস লাগবে প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি) তারকার।

প্রস্তুতি: পিএসজির জিমে শুরু হয়ে গেল নেমারের ফেরার লড়াই। ছবি: টুইটার।

প্রস্তুতি: পিএসজির জিমে শুরু হয়ে গেল নেমারের ফেরার লড়াই। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ মে ২০১৮ ০৩:৩১
Share: Save:

সম্পূর্ণ সুস্থ হয়ে এখনও তিনি মাঠে নামেননি। কিন্তু তাঁকে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ! তিনি— নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র।

ফরাসি লিগে মার্সেইয়ের বিরুদ্ধে গত ২৫ ফেব্রুয়ারি চোট পেয়ে মাঠ ছাড়েন নেমার। তাঁর ডান পায়ের পাতার হাড় ভেঙে যায়। গত ৫ মার্চ ব্রাজিলে অস্ত্রোপচারের পরে ডাক্তাররা জানিয়েছিলেন, সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত তিন মাস লাগবে প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি) তারকার। নেমার অবশ্য হাসপাতাল থেকে বেরিয়েই রিহ্যাব শুরু করে দেন। ব্রাজিল জাতীয় দলের ডাক্তার রদ্রিগো লাসমার সপ্তাহখানেক আগেই দাবি করেছেন, নেমারের চিকিৎসা সঠিক পথেই এগোচ্ছে। তাই রাশিয়া বিশ্বকাপে চেনা ছন্দেই পাওয়া যাবে ব্রাজিল তারকাকে। কিন্তু নেমার জানিয়েছিলেন, ১৭ মে শেষ ডাক্তারি পরীক্ষার পরেই পরিষ্কার হয়ে যাবে কবে থেকে তিনি অনুশীলন শুরু করতে পারবেন।

প্রত্যাবর্তন নিয়ে জল্পনার মধ্যেই দিন দু’য়েক আগে প্যারিস পৌঁছন নেমার। শনিবার থেকে পিএসজি-র জিমে অনুশীলনও শুরু করে দিয়েছেন। যদিও আগামী মঙ্গলবার ফরাসি ক্লাব ফাইনালে তাঁর খেলার সম্ভাবনা নেই। তবে নেমার ফিরে আসায় পিএসজি সমর্থকরা যত না খুশি, তার চেয়ে বেশি উচ্ছ্বসিত রিয়াল কর্তারা! ইংল্যান্ডের ট্যাবলয়েড (দ্য সান) দাবি করেছে, নেমারের ব্যাপারে খুব সতর্ক ভাবে এগোচ্ছেন রিয়াল কর্তারা। কারণ, পিএসজি-র সঙ্গে নেমারের যা চুক্তি, তাতে কোনও ‘রিলিজ ক্লজ’ (ক্লাব ছাড়ার শর্ত) নেই। এই পরিস্থিতিতে কী ভাবে ব্রাজিলীয় তারকার সঙ্গে চুক্তি করা যায়, সেটাই খতিয়ে দেখছেন রিয়াল কর্তারা। ইংল্যান্ডের ট্যাবলয়েড আরও জানিয়েছে, রিয়াল কর্তাদের পরিকল্পনা ছিল ২০১৯ সালে নেমারকে সই করানো। কিন্তু এখন তাঁদের লক্ষ্য আগামী মরসুমেই সই করানো।বার্সেলোনার প্রাক্তন তারকা এডমিলসনও মনে করছেন, নেমারের রিয়ালে যোগ দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘নেমার যখন বার্সেলোনা ছেড়েছিল, তখন বিস্মিত হয়েছিলাম। তবে যদি দেখি বিশ্বকাপের পরেই ও রিয়ালে যোগ দিয়েছে, একেবারেই অবাক হব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Neymar Football Real Madrid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE