Advertisement
E-Paper

যমজ সন্তানের বাবা হলেন রোনাল্ডো

আমেরিকার পশ্চিম উপকূলে থাকেন এই স্যারোগেট মা। জুন ২০১০এ জন্ম হয়েছিল ক্রিস্টিয়ানো জুনিয়রের। ২০১৭তে জমজ ছেলে-মেয়ের বাবা হলেন রোনাল্ডো। তাদের নামকরণও হয়ে গিয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুন ২০১৭ ২০:৩২
ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ছবি: সংগৃহীত।

ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ছবি: সংগৃহীত।

আবার বাবা হলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আগে একটি ছেলে রয়েছে রোনাল্ডোর। তার জন্ম বৃত্তান্ত নিয়েও রয়েছে নানা প্রশ্ন। শোনা যায় ক্রিস্টিয়ানো জুনিয়ারে জন্ম হয়েছিল স্যারোগেসির মাধ্যমে। কিন্তু জল্পনা রয়েই গিয়েছে। কারণ রোনাল্ডো তাঁর প্রথম পুত্র সন্তানের জন্ম বৃত্তান্ত নিয়ে কখনওই মুখ খোলেননি। এ বার অবশ্য পুরো ঘটনাটিই ঘটল বেশ প্রকাশ্যে। এ বার জমজ সন্তানের বাবা হলেন সিআর সেভেন। এ বারও স্যারোগেট মা।

আরও খবর: সৌরভরা টাকা চেয়েছেন, পুরো মিথ্যে খবর: বিসিসিআই

আমেরিকার পশ্চিম উপকূলে থাকেন এই স্যারোগেট মা। জুন ২০১০এ জন্ম হয়েছিল ক্রিস্টিয়ানো জুনিয়রের। ২০১৭তে জমজ ছেলে-মেয়ের বাবা হলেন রোনাল্ডো। তাদের নামকরণও হয়ে গিয়েছে। মেয়ের নাম ইভা ও ছেলের নাম মাতেও। গত মার্চে ব্রিটিশ একটি ট্যাবলয়েড রিপোর্ট করেছিল, ব্যালন ডি‘ওর জয়ী রোনাল্ডো জমজ সন্তানের বাবা হতে চলেছেন। এই মুহূর্তে স্প্যানিশ মডেল জর্জিনা রডরিগেজের সঙ্গে ডেটিং করছেন রোনাল্ডো।

Cristiano Ronaldo Georgina Rodriguez Football Surrogate Mother ক্রিস্টিয়ানো রোনাল্ডো
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy