Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আজ রোনাল্ডোর সামনে চ্যালেঞ্জ হয়তো হ্যারি

সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটগুলোয় চোখ বোলালে বোঝা যাচ্ছে, তাঁর ভক্তদের মধ্যে দুশ্চিন্তার ছায়া দীর্ঘ হচ্ছে। সেই দুশ্চিন্তা মাঠের মধ্যে রোনাল্ডোর ফর্ম নিয়ে নয়।

মেজাজ: চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ইংল্যান্ডের পথে রোনাল্ডো। ছবি: টুইটার।

মেজাজ: চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ইংল্যান্ডের পথে রোনাল্ডো। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৭ ০৩:৩৯
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে খেলার জন্য মাদ্রিদ থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন বিমানে উঠছেন, তাঁর মুখে দুশ্চিন্তার কোনও চিহ্ন দেখা যায়নি। বরং বিমানে সি আর সেভেন যে ছবি ফেসবুকে পোস্ট করেছেন, তাতে তাঁর মুখে হাসির ঝলকই ছিল।

কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটগুলোয় চোখ বোলালে বোঝা যাচ্ছে, তাঁর ভক্তদের মধ্যে দুশ্চিন্তার ছায়া দীর্ঘ হচ্ছে। সেই দুশ্চিন্তা মাঠের মধ্যে রোনাল্ডোর ফর্ম নিয়ে নয়। মাঠের বাইরে ভয়ঙ্কর জঙ্গি হুমকি নিয়ে।

প্রথমে ছিলেন লিওনেল মেসি। তার পর নেমার দ্য সিলভা। আর এ বার আইএসআইএস জঙ্গি পোস্টারে উঠে এল রোনাল্ডোর ছবি। রাশিয়া বিশ্বকাপের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে যে নতুন পোস্টার নেট দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে এই জঙ্গি বাহিনী, তাতে দেখা যাচ্ছে, রোনাল্ডো হাঁটু মুড়ে বসে আছেন। পিছনে অস্ত্র হাতে এক জঙ্গি। সেই পোস্টারে লেখা রয়েছে— ‘আমরা যা বলতে চাই, সেটা তোমরা শুনবে না। শুধু দেখতে পাবে। আমরা অপেক্ষা করে আছি।’

এই অবস্থায় বুধবার রাতে ওয়েম্বলিতে টটেনহ্যামের বিরুদ্ধে নামছে রিয়াল। যে ম্যাচে দুই দলের লড়াই ছাপিয়ে দেখা যেতে পারে আরও এক দ্বৈরথ। রোনাল্ডো বনাম হ্যারি কেন। তবে কেনের সুস্থতা নিয়ে একটু প্রশ্ন আছে। ইপিএলে আগের ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে পারেননি হ্যারি কেন। তবে মঙ্গলবারের প্র্যাকটিসে তিনি যোগ দিয়েছেন।

আরও পড়ুন: প্রহৃত রেফারি হাসপাতালে

টটেনহ্যামের ম্যানেজার মরিসিও পোচেত্তিনো আশাবাদী, হ্যারি কেন-কে তিনি দলে পাবেন। পোচেত্তিনো বলেছেন, ‘‘আমি একশো ভাগ নিশ্চয়তা দিয়ে কিছু বলতে পারব না। তবে এটুকু বলছি, ও আমার তালিকায় আছে।’’ দুই দলের লড়াইয়ে পরিসংখ্যান অবশ্য রিয়ালের দিকেই আছে। এখন পর্যন্ত ইউরোপিয়ান কোনও চ্যাম্পিয়নশিপে রিয়ালকে হারাতে পারেনি টটেহ্যাম। এর আগে পাঁচ বারের সাক্ষাতে রিয়াল জিতেছে তিন বার।

তবে এ বার ফর্ম কিন্তু রিয়ালের দিকে নেই। লা লিগায় জঘন্য শুরু করেছে জিনেদিন জিদানের দল। শেষ ম্যাচে হেরে গিয়েছে নবাগত জিরোনা-র কাছে। যা নিয়ে চিন্তায় জিদানও। এই পরিস্থিতিতে ওয়েম্বলিতে আবার রোনাল্ডোর জাদু দেখা যায় কি না, সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE