Advertisement
E-Paper

রিয়াল বনাম জুভেন্তাস, বার্সেলোনার সামনে রোমা

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দ্বৈরথের আশা বেঁচে রয়েছে। এটা যদি ভাল খবর হয়, তা হলে আতঙ্কের কথা হচ্ছে, দু’জনের দেখা হচ্ছেই এমন নিশ্চয়তাও জোর দিয়ে বলা যাচ্ছে না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ০৫:০৯
পরীক্ষা: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসিদের লড়াই রোমার বিরুদ্ধে। (ডান দিকে) ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ মুখোমুখি জুভেন্তাসের। ফাইল চিত্র

পরীক্ষা: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসিদের লড়াই রোমার বিরুদ্ধে। (ডান দিকে) ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ মুখোমুখি জুভেন্তাসের। ফাইল চিত্র

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দ্বৈরথের আশা বেঁচে রয়েছে। এটা যদি ভাল খবর হয়, তা হলে আতঙ্কের কথা হচ্ছে, দু’জনের দেখা হচ্ছেই এমন নিশ্চয়তাও জোর দিয়ে বলা যাচ্ছে না।

শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র-তে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে মেসির বার্সেলোনা। তারা খেলবে ইতালির দল রোমার বিরুদ্ধে। আর রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ পড়েছে জুভেন্তাসের সামনে। কে ভুলতে পারবে গত বারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল? এই দু’দলই যে মুখোমুখি হয়েছিল সেখানে। আর একটি মহারণ হতে যাচ্ছে ইপিএলের দুই বড় ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ সেভিয়া।

রিয়ালের জন্য আতঙ্কের তথ্য হচ্ছে, জুভেন্তাসই একমাত্র দল যারা গত চার মরসুমে তাদের চ্যাম্পিয়ন্স লিগের দৌড় থামিয়ে দিতে পেরেছে। আর রোনাল্ডোদের জন্য আশার খবর হচ্ছে, ফাইনালে বরাবরই সফল হয়েছেন তাঁরা। গত কুড়ি বছরে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে ফাইনালে জুভেন্তাস-কে হারিয়েছে রিয়াল।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের যুদ্ধ

• বার্সেলোনা বনাম রোমা (প্রথম লেগ ৪ এপ্রিল, দ্বিতীয় লেগ ১০ এপ্রিল)।

• সেভিয়া বনাম বায়ার্ন মিউনিখ (প্রথম লেগ ৩ এপ্রিল, দ্বিতীয় লেগ ১১ এপ্রিল)।

• জুভেন্তাস বনাম রিয়াল মাদ্রিদ (প্রথম লেগ ৩ এপ্রিল, দ্বিতীয় লেগ ১১ এপ্রিল)।

• লিভারপুল বনাম ম্যাঞ্চেস্টার সিটি (প্রথম লেগ ৪ এপ্রিল, দ্বিতীয় লেগ ১০ এপ্রিল)।

গত বার কার্ডিফের ফাইনাল থেকে জুভেন্তাসের দলে দু’টি পরিবর্তন হচ্ছেই। রক্ষণে থাকছেন না লিওনার্দো বোনুচ্চি। তিনি চলে গিয়েছেন এ সি মিলানে। সাদা-কালো জার্সি ছেড়ে চলে গিয়েছেন দানি আলভেস-ও। কিন্তু জানলুইজি বুফন রয়েছেন। বহু যুদ্ধের ঘোড়া এবং জুভেন্তাস ও ইতালির অতন্দ্র প্রহরী। রক্ষণে আছেন জর্জিও কিয়েল্লিনি। ইতালি রক্ষণের দীর্ঘ পরম্পরা এবং পাওলো মালদিনিদের ইতিহাস যিনি একা কুম্ভ হয়ে রক্ষা করে যাচ্ছেন। সেই কিয়েল্লিনি, যাঁর কাঁধে কামড় দিয়েই গত বিশ্বকাপ থেকে নির্বাসিত হয়েছিলেন লুইস সুয়ারেস। নজর থাকবে হিগুয়াইনের উপরেও। রিয়াল মাদ্রিদেই ছিলেন তিনি। স্প্যানিশ ক্লাব ছাড়ার পর এই প্রথম তিনি ফিরছেন বের্নাবাউতে। সব মিলিয়ে গত বারের ফাইনালে ১-৪ চূর্ণ হওয়ার শোধ তুলতে চাইবে ইতালীয় দলটি। অন্য দিকে, রিয়াল মাদ্রিদও মরিয়া থাকবে চ্যাম্পিয়ন্স লিগে তাদের দৌড় অক্ষত রাখার জন্য। লা লিগা প্রায় হাতছাড়াই হয়ে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের। তাঁরা চাইবেন না চ্যাম্পিয়ন্স লিগে দৌড় এত তাড়াতাড়ি থেমে যাক।

তুলনায় বার্সেলোনা সহজতর প্রতিপক্ষই পাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছনো আটটি দলের মধ্যে রোমা-ই একমাত্র দল যারা কখনও কোনও মহাদেশীয় ট্রফি জেতেনি। মেসিদের বিরুদ্ধে রোমার প্রথম লেগ ক্যাম্প ন্যু-তে ৪ এপ্রিল। ফিরতি লেগ রোমার মাঠে স্তাদিও অলিম্পিকো-তে ১০ এপ্রিল। ইউসেবিও দি ফ্রান্সিসকো-র দল শেষ আটে পৌঁছেছে চেলসি এবং আতলেতিকো দে মাদ্রিদের মতো দলকে টেক্কা দিয়ে। তাদের তারকা ফুটবলার এডেন জেকো দারুণ ফর্মেও রয়েছেন। শাখতার ডনেস্ক-কে হারিয়ে শেষ আটে ওঠার পথে জেকো গোল করে দলকে জিতিয়েছেন। রোমার তুরুপের তাস তাদের গোলরক্ষক আলিসন। যিনি এই চ্যাম্পিয়ন্স লিগে সকলের নজর তো কেড়ে নিয়েছেনই, বিশেষজ্ঞরা তাঁকে বিশ্বের অন্যতম সেরাও মানছেন। সেরা গোলমেশিন বনাম সেরা গোলরক্ষক আলিসন। খুব খারাপ দ্বৈরথও নয়!

Juventus Real Madrid Barcelona AS Roma Football UEFA Champions League
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy