Advertisement
০৯ মে ২০২৪

ঋদ্ধির হাফসেঞ্চুরি, জিতল পঞ্জাব

ঋদ্ধিমান সাহা ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিসের হাফসেঞ্চুরিতে জিতল কিংগস ইলেভেন পঞ্জাব। আইপিএল টেবলে সবার শেষে থাকা পঞ্জাব এ দিন ৯ রানে হারাল প্রথম চারে থাকা দিল্লি ডেয়ারডেভিলসকে। এই নিয়ে তৃতীয় হার দিল্লির। ন’ম্যাচে দশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে জাহির খানের দল। আর ছ’পয়েন্ট পেয়ে সবার শেষেই রয়ে গেল পঞ্জাব।

শেষ আপডেট: ০৮ মে ২০১৬ ০৩:৩১
Share: Save:

ঋদ্ধিমান সাহা ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিসের হাফসেঞ্চুরিতে জিতল কিংগস ইলেভেন পঞ্জাব। আইপিএল টেবলে সবার শেষে থাকা পঞ্জাব এ দিন ৯ রানে হারাল প্রথম চারে থাকা দিল্লি ডেয়ারডেভিলসকে। এই নিয়ে তৃতীয় হার দিল্লির। ন’ম্যাচে দশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে জাহির খানের দল। আর ছ’পয়েন্ট পেয়ে সবার শেষেই রয়ে গেল পঞ্জাব।

এ দিন ঋদ্ধির ৩৩ বলে ৫২-র ইনিংসই কিংগসকে দেড়শো পার করিয়ে দেয়। সাতটি চার মারেন তিনি। এ বারের আইপিএলে এই প্রথম বড় রান বঙ্গ উইকেটকিপারের। জয়ের জন্য ১৮২-র টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে দিল্লির দুই ওপেনার কুইন্টন ডি কক (৩০ বলে ৫২) ও সঞ্জু স্যামসন (৩৫ বলে ৪৯) ৭০-এর পার্টনারশিপ গড়েন। তার পর থেকেই রানের গতি কমতে থাকে। করুণ নায়ার ২৩ করে আউট হওয়ার সময় জয়ের জন্য সাড়ে চার ওভারে ৪৮ রান দরকার ছিল। হাতে সাত উইকেট। যা আর ওঠেনি। কার্লোস ব্রেথওয়েট একটি ছয় ও চার মারার পর আউট হয়ে যান।

ব্যাটে ৪৪ বলে ৫২ করার পর বল হাতেও তিনটি উইকেট নেন ম্যাচের সেরা স্টয়নিস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2016 riddhiman saha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE