Advertisement
০৬ মে ২০২৪

সাফ থেকে ছিটকে গেলেন রবিন সিংহ

চোট ছিটকে দিল রবিন সিংহকে। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন। কিন্তু সাফের বাকি ম্যাচে আর পাওয়া যাবে না রবিনকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৫ ১৮:০৩
Share: Save:

চোট ছিটকে দিল রবিন সিংহকে।

প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন। কিন্তু সাফের বাকি ম্যাচে আর পাওয়া যাবে না রবিনকে। সোমবার হাঁটুর এমআরআই-এর পর এটা নিশ্চিত করে জানিয়ে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচের শেষ মুহূর্তে হাঁটুতে চোট পেয়ে মাঠ থেকে বেড়িয়ে যেতে বাধ্য হন তিনি। ভাবা হয়েছিল এক ম্যাচ বিশ্রাম নিলেই সেমিফাইনালে আবার তাঁকে পাওয়া যাবে। যে কারণে দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে রবিনকে খেলানোর ঝুঁকি নেননি কোচ কনস্টানটাইন। কিন্তু লাভ হল না। হতাশ জাতীয় দলের কোচ। কোচ নিজেই জানিয়েছেন, ‘‘রবিনের হাঁটুর চোট গুরুতর। আমরা যেমন ভেবেছিলাম তেমন নয়। এটা আমাদের জন্য বড় ধাক্কা। ও জাতীয় দলের নিয়মিত সদস্য ও গুরুত্বপূর্ণ সদস্য। খুব খাটতে পারে।’’

আপাতত ডাক্তার রবিনকে ১০ দিনের বিশ্রামের নির্দেশ দিয়েছেন।১০দিন পর আবার এমআরআই করে দেখা হবে। তার পরই জানা যাবে কবে মাঠে ফিরতে পারবেন তিনি। ৩১ ডিসেম্বর ভারত সেমিফাইনালে মুখোমুখি হবে মলদ্বীপের সঙ্গে। সাফের নিয়ম অনুযায়ী রবিনের বদলে কোনও প্লেয়ারকে বাইরে থেকে দলে নেওয়া যাবে না। যার ফলে এই মুহূর্তে ১৯ জনের দল রয়েছে কনস্টানটাইনের হাতে। তার মধ্যে তিন জন আবার গোলকিপার। জাতীয় দলের সঙ্গে সঙ্গে চিন্তার ভাঁজ রবিনের ক্লাব দল বেঙ্গালুরু এফসির কোচ অ্যাশলে ওয়েস্টউডের কপালেও। ৯ ডিসেম্বর থেকে আই লিগ। যা অবস্থা তাতে প্রথম ম্যাচে রবিন সিংহকে না পাওয়ার সম্ভবনাই বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

robin singh football saff
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE