Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Roger Federer

উইম্বলডন ফাইনালে রজার ফেডেরার

অভিজ্ঞতা এবং ক্রীড়াশৈলীর এক অপূর্ব মিশ্রনে ‘সেন্টার কোর্টে’ ফেডেরার হয়ে উঠেছিলেন অনন্য।

রজার ফেডেরার। ছবি: সংগৃহীত।

রজার ফেডেরার। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৭ ১৪:৫৩
Share: Save:

অপ্রতিরোধ্য রজার ফেডেরার। আরও এক বার বুঝিয়ে দিলেন কেন তাঁকে ‘গ্রাস কোর্টে’র রাজা বলা হয়। শুক্রবার উইম্বলডনের দ্বিতীয় সেমিফাইনালে চেক প্রতিপক্ষ টমাস বার্ডিজকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন রজার। অভিজ্ঞতা এবং ক্রীড়াশৈলীর এক অপূর্ব মিশ্রনে ‘সেন্টার কোর্টে’ ফেডেরার হয়ে উঠেছিলেন অনন্য।

আরও পড়ুন: ২০১১ বিশ্বকাপ জয়ের নেপথ্যে অন্য গন্ধ পাচ্ছেন রণতুঙ্গা

রজারের পক্ষে খেলার ফল ৭-৬(৭-৪), ৭-৬(৭-৪), ৬-৪। বার্ডিজকে উড়িয়ে ১৯তম গ্র্যান্ডস্লাম জয়ের আরও কাছে পৌঁছে গেলেন এই টেনিস কিংবদন্তী।

এ দিন ম্যাচের শুরু থেকেই এগিয়ে ছিলেন রজার। সব ফোকাসই ছিল তাঁর দিকে। কিন্তু তার মধ্যেও নিজের সীমিত ক্ষমতায় লড়াই চালিয়ে যান রজারের প্রতিপক্ষ টমাস বার্ডিজ। যার ফলে প্রথম দু’সেটেরই মীমাংসা হয় টাইব্রেকারে। আর এখানেই কাজে আসে ফেডেরারে অভিজ্ঞতা। ১৮টি গ্র্যান্ডস্লামের মালিক জানতেন কী ভাবে এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হয়। প্রথম দু’সেটে লড়াই করলেও তৃতীয় সেটে বার্ডিজকে দাঁড়াতে দেননি ফেডেরার। তিনি যে তিন সেটেই ম্যাচ শেষ করার পরিকল্পনা নিয়ে কোর্টে নেমেছিলেন তার প্রমাণ দেন তৃতীয় সেটে। ৬-৪ ব্যবধানে বার্ডিজকে উড়িয়ে আরও এক বার বুঝিয়ে দেন বয়সটা কোনও বিষয়ই নয়, আসল হল ক্লাস। আর এই ক্লাস আরও এক বার দেখার জন্য আগামী রবিবার ফাইনালে শয়ে শয়ে ফেডেরার প্রেমী ভিড় জমাবে, তা হয়ত আর বলার অপেক্ষা রাখে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE