অনুশীলন ম্যাচে হাত খুলে ব্যাট করলেন রোহিত শর্মা। শিখর ধবন আগেই ফিরলেন। সঙ্গ দিলেন যুবরাজ সিংহ। এই ম্যাচে কোনও টস হয়নি। দুই দলের বোঝাপড়়ায় প্রথমে ব্যাট করে ভারত। দুই দলে ১৫ জন করে প্লেয়ারের মধ্যে ১১ জন করে ব্যাটিং আর বোলিং করতে পারবে। এদিন ব্যাট হাতে রোহিত শর্মা বুঝিয়ে দিলেন বেগ দেবেন সব বোলারদের। করলেন অপরাজিত ৯৮ রান। অল্পের জন্য সেঞ্চুরিটা হল না। ৫৭ বলে রোহিতের এই ইনিংস সাজানো ছিল ৭টি ওভার বাউন্ডারি ও ৯টি বাউন্ডারিতে।
২১ রান করে আউট হন শিখর ধবন। অজিঙ্ক রাহানে মাত্র ৭ রান করে আউট হয়ে যাওয়ার পর হাল ধরেন যুবরাজ। ২০ বলে ৩১ রান করে আউট হন তিনি। এদিনও তাঁর ব্যাট থেকে আসে একটি ছক্কা ও তিনটি বাউন্ডারি। জাদেজা ১০, নেগি ৮, পাণ্ডে কোনও রান না করেই প্যাভেলিয়নে ফেরেন। ২০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান করে ভারত। অনুশীলন ম্যাচে ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিত আর যুবরাজ ছাড়়া আর কেউই ভরসা দিতে পারেননি। বল হাতে ছিল মহম্মদ সামির পরীক্ষা। চার ওভারে ৩০ রান দিয়ে ২টি উইকেট নেন তিনি
পরে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৪০ রানে শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। সর্বোচ্চ ২০ রান করেন গেইল। ভারতের হয়ে মহম্মদ সামি ছাড়়া নেগি, জাদেজা ও পাণ্ডে নিলেন দুটো করে উইকেট নিলেন। ১টি করে উইকেট হরভজন ও বুমরাহ।
আরও খবর
ধর্মশালা থেকে ম্যাচ সরে যাওয়াটা একটা দুর্ঘটনা: সৌরভ গঙ্গোপাধ্যায়