Advertisement
১৭ জুন ২০২৪

টেস্ট রেকর্ড নিয়ে আর ভাবতে নারাজ রোহিত

একত্রিশ বছর বয়সি রোহিত এখনও পর্যন্ত ২৫ টেস্টে ১৪৭৯ রান করেছেন, গড় ৩৯.৯৭। দক্ষিণ আফ্রিকায় টেস্টে সুযোগ পেয়েও সে রকম কিছু করতে পারেননি তিনি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ মে ২০১৮ ০৫:০৯
Share: Save:

সীমিত ওভারের ক্রিকেটে তিনি দারুণ সফল হলেও টেস্টে সে ভাবে এখনও ছাপ ফেলতে পারেননি। তিনি— রোহিত শর্মা আর অতীত নিয়ে ভাবতে রাজি নন। সোমবার সংবাদ সংস্থাকে রোহিত জানিয়েছেন, তিনি এখন বাকি ক্রিকেট জীবনটা উপভোগ করতে চান। ‘‘আমাদের ক্রিকেট জীবন খুব বেশি দীর্ঘ হয় না। আমার তো অর্ধেক শেষই হয়ে গিয়েছে। দলে সুযোগ পাব কি না, এই ভেবে বাকি অর্ধেক জীবনটা কাটাতে পারব না,’’ বলেছেন রোহিত।

একত্রিশ বছর বয়সি রোহিত এখনও পর্যন্ত ২৫ টেস্টে ১৪৭৯ রান করেছেন, গড় ৩৯.৯৭। দক্ষিণ আফ্রিকায় টেস্টে সুযোগ পেয়েও সে রকম কিছু করতে পারেননি তিনি। ফলে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দল থেকে বাদ পড়েছেন। তা নিয়ে অবশ্য কোনও অভিযোগ করতে চান না রোহিত। তাঁর মন্তব্য, ‘‘ক্রিকেট জীবনে প্রথম ছয়-সাত বছর টেনশনে থাকতাম। মনে হত, দলে সুযোগ পাব কি না। কিন্তু এখন আমি ক্রিকেটটা উপভোগ করতে চাই। না হলে নিজের ৈওপর চাপটা বেড়ে যাবে।’’

রোহিতের টেস্ট অভিযেক ঘটে ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। রোহিত বলেছেন, ‘‘জাতীয় দলে আমি সুযোগ পাই ২০ বছর বয়সে। আর আমার টেস্ট অভিষেক হয় ২৬ বছর বয়সে। মাঝে ২০১০ সালে এক বার টেস্ট খেলার সুযোগ এসেছিল। কিন্তু অদ্ভুত ভাবে চোট পেয়ে (নেটে নামার আগে ফুটবল খেলতে গিয়ে) ছিটকে যাই। তার পরে বুঝি, সব কিছুরই একটা সময় থাকে। কোনও কিছু নিয়ে অতিরিক্ত চাহিদা আপনার মানসিকতা বদলে দিতে পারে।’’ আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট দল থেকে বাদ পড়ায় কি আপনি বিস্মিত? রোহিতের জবাব, ‘‘না। অতীতে আমি অনেক কিছু নিয়ে আক্ষেপ করেছি। এখন আর আক্ষেপ করার সময় নেই। আমি খেলাটাকে উপভোগ করতে চাই। তা ছাড়া সামনে বড় বড় কয়েকটা প্রতিযোগিতা আসছে। সে দিকে মনোনিবেশ করা ভাল।’’ আপনি কি এখন সাদা বলের (সীমিত ওভারের ক্রিকেট) বিশেষজ্ঞ হয়ে উঠেছেন? রোহিতের জবাব, ‘‘একদমই নয়। ছোটবেলা থেকে টেস্ট খেলার স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন কখনও মুছে যাবে না।’’

সদ্য সমাপ্ত আইপিএলে তিনি রান পাননি। কোথায় সমস্যা হয়েছিল? রোহিতের মন্তব্য, ‘‘আমার শট নির্বাচনে। যেটা ঠিকঠাক করতে পারিনি। আসলে আমি যে সব শট খেলতে চেয়েছিলাম, সেগুলো পারিনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rohit Sharma Cricket Test Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE