রোহিত শর্মার সঙ্গে জ্লাটান ইব্রাহিমোভিচ! সেটাও নয়াদিল্লিতে। অরুণ জেটলি স্টেডিয়ামে। ক্রিকেটপ্রেমীদের চমকে দিতেই এমন এক ছবি পোস্ট করেছেন বিরাট কোহালির অনুপস্থিতিতে জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা স্বয়ং।
ছবিতে দেখা যাচ্ছে রোহিত কথা বলছেন ঝুঁটি বাঁধা একজনের সঙ্গে। যাঁকে দেখে ইব্রাহিমোভিচের মতোই লাগছে। ছবিতে রয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও। চমকের হল, ঝুঁটি বাঁধা ব্যক্তি মোটেই ইব্রা নন। তিনি হলেন ইশান্ত শর্মা। যদিও তাঁকে দেখতে লাগছে ইব্রার মতোই। সেই কারণেই পোস্টে রোহিত তাঁকে ল ‘জ্লাটান’ বলে চিহ্নিত করেছেন।
প্রসঙ্গত, ভারতের টি-টোয়েন্টি দলে নেই ইশান্ত। তিনি এখন শুধুই টেস্টের দলেই থাকেন। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ইশান্তের শহর নয়াদিল্লিতে হওয়ার কারণেই মাঠে সতীর্থদের সঙ্গে দেখা করতে এসেছেন তিনি। অনুশীলনের ফাঁকে তাঁর সঙ্গে তাই মজা করলেন রোহিতরা।