Advertisement
৩০ এপ্রিল ২০২৪

রান না পেলেও রোহিতকে তিনে রাখার ভাবনা

ভারতীয় ক্রিকেট দলের আন্তর্জাতিক ক্যালেন্ডার মানে সেখানে অফ-সিজনের প্রায় কোনও বালাই নেই। ব্যতিক্রম বোধহয় ২০১৫! অন্তত ইদানীংকালের মধ্যে। যেখানে জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটার আইপিএল শেষ করে কিছু দিন হলেও বিশ্রামের অবকাশ পেয়েছেন।

কখনও সুইপে মন, কখনও স্নান সেরে উঠে। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট যুদ্ধের আগে শনিবার যে ভাবে পাওয়া গেল বিরাট কোহলিকে। ছবি: দেবাশিস সেন ও পিটিআই

কখনও সুইপে মন, কখনও স্নান সেরে উঠে। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট যুদ্ধের আগে শনিবার যে ভাবে পাওয়া গেল বিরাট কোহলিকে। ছবি: দেবাশিস সেন ও পিটিআই

নিজস্ব সংবাদদাতা
কলম্বো শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৫ ০৩:৩৫
Share: Save:

ভারতীয় ক্রিকেট দলের আন্তর্জাতিক ক্যালেন্ডার মানে সেখানে অফ-সিজনের প্রায় কোনও বালাই নেই।

ব্যতিক্রম বোধহয় ২০১৫! অন্তত ইদানীংকালের মধ্যে। যেখানে জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটার আইপিএল শেষ করে কিছু দিন হলেও বিশ্রামের অবকাশ পেয়েছেন। স্বভাবতই সেই সময়টা তাঁরা ক্রিকেট কিট হয়তো বেশি ধরেননি। বরং পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে ছুটি কাটিয়েছেন বেশি। ফলে এখন— শ্রীলঙ্কা সফরে তিন টেস্টের সিরিজের প্রস্তুতি ম্যাচে যখন ভারতীয়রা ফের জড়ো হয়েছেন, তাঁদের পারফরম্যান্সে কিছুটা জং ধরা ভাব প্রকট।

অবশ্য তার মধ্যেই বোর্ড প্রেসিডেন্টস একাদশের বিরুদ্ধে তিন দিনের ড্র ম্যাচে টিম কোহলির জন্য সবচেয়ে ইতিবাচক ব্যাপার— অজিঙ্ক রাহানে। তরুণ মুম্বই ব্যাটসম্যান বিদেশের উইকেটে তাঁর বড় রানের অভিজ্ঞতা, সদ্য জিম্বাবোয়ে সফরে ক্যাপ্টেন্সি-গৌরবের শক্তিকে কাজে লাগিয়ে দ্বীপরাষ্ট্রে প্রথম ইনিংসেই দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরি করে আরও একবার ভারতীয় ব্যাটিংকে ভরসা দিয়েছেন। তাও এ রকম এক পিচে, যেটা ফাস্ট বোলারদের জন্য অনেক রসকষ তিন দিনই রেখে দিয়েছিল।

ওপেনিংয়ে শিখর ধবন প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করে ফেলার পাশাপাশি তাঁর সতীর্থ ওপেনার কে এল রাহুল দু’ইনিংসেই ভাল খেলায় (৪৩ ও এ দিন পাঁচ নম্বরে নেমে অপরাজিত ৪৭-এ রিটায়ার্ড) অধিনায়ক বিরাট কোহলির জন্য ১২ অগস্ট থেকে গল টেস্টের জন্য ওপেনিং জুটি বাছা বোধহয় একটু সমস্যা হয়ে গেল। যদি না এই মুহূর্তে হ্যামস্ট্রিং নিয়ে সামান্য ভোগা মুরলী বিজয় প্রথম টেস্টের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।

তবে ভারত মনে হয় সঙ্গকারাদের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। সেটা হল, চেতেশ্বর পূজারার আগে তিনে রোহিত শর্মাকে ভাবা। যদিও প্রস্তুতি ম্যাচে সেটা উল্টো কাজ দিয়েছে। তিনে নেমে প্রথম ইনিংসে ৭ করার পরে শনিবার দ্বিতীয় ইনিংসে রোহিত পাঁচ নম্বরে নেমেছিলেন। এবং সেখানেও ৮ রানে বোল্ড। ক্যাপ্টেন কোহলিরও প্রস্তুতি ম্যাচে বিরাট রান নেই। প্রেমদাসা স্টেডিয়ামে দু’ইনিংসে তিনি করলেন ৮ এবং ১৮। তবু ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার এ দিন বলে দিলেন, ‘‘আমাদের সারা দিনে তিনশো তুলতে হলে তিনে রোহিতকে দরকার।’’

অধিনায়কের সিদ্ধান্তকে সমর্থন করে বাঙ্গার আরও বললেন, ‘‘আমি মনে করি ও (রোহিত) তিন নম্বরে যেটা আমদানি করতে পারে সেটা হল ব্যাটিংয়ের ঝলসানি ফ্যাক্টরটা। যে রকম ব্যাটিংটা আমরা এই সফরে করার দিকে তাকিয়ে আছি। টেস্টে আমরা সারা দিনে কমপক্ষে তিনশো তুলতে চাই। আর তার জন্য তিনে রোহিতের মতো ব্যাটসম্যানকেই দরকার। যে কিনা উইকেটে জমবেও আবার রানের ফোয়ারাও তুলবে। প্রস্তুতি ম্যাচে আমাদের পরীক্ষানিরীক্ষা হয়তো ফেল করেছে। কিন্তু আসল মঞ্চে রোহিতের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান নিশ্চয়ই সফল হবে।’’

অধিনায়ক কোহলি, উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার প্রস্তুতি ম্যাচে ব্যর্থতাকে আদৌ বড় করে দেখতে রাজি নন ভারতের ব্যাটিং কোচ। ছয় নম্বরে নেমে ঋদ্ধিমান দু’ইনিংস মিলিয়ে ৪ রান করলেও বাঙ্গার বলছেন, ‘‘ওরা (বিরাট-ঋদ্ধিমান) নিশ্চয়ই এই সিরিজে আমরা কী ধরনের উইকেট পাব তার একটা ভাল রকমের আন্দাজ করতে পেরেছে এই ম্যাচে। ওদের সবচেয়ে বড় গুণ, ভুল থেকে শিক্ষা নেওয়া। সেটা ওরা নিশ্চয়ই এই ম্যাচের দু’টো ইনিংস থেকে নিয়ে টেস্ট সিরিজে নামবে। এবং আশা করি সব বারের মতো এ বারও সফল হবে।’’

ইশান্তের আগুনে পেসের দাপটে স্থানীয় দল মাত্র ১২১-এ গুটিয়ে গিয়ে প্রথম ইনিংসে দুশোরও বেশি রানে পিছিয়ে পড়লেও এ দিন দ্বিতীয় ইনিংসে ভারতকেও তারা ১৮০-তে শেষ করে দেয়। যদিও এ দিন ভারতের দুই সবচেয়ে সফল ব্যাটসম্যান পূজারা (৩১) এবং কেএল রাহুল (৪৭) পরের ব্যাটসম্যানদের সুযোগ দিতে রিটায়ার করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Rohit Sharma srilanka cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE