Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Rohit Sharma

কবে খেলা ছাড়বেন? অবসর নিয়ে ইঙ্গিত দিলেন রোহিত

করোনাভাইরাসের জেরে বিশ্বজুড়ে এখন লকডাউন। ক্রিকেটাররা তাই সময় কাটাচ্ছেন অনলাইনে চ্যাটের মাধ্যমে। রোহিত শর্মাও ব্যতিক্রম নন। ডেভিড ওয়ার্নারের সঙ্গে কথা বললেন তিনি।

তোমার আগেই খেলা ছাড়ব, ওয়ার্নারকে বললেন রোহিত। ছবি: পিটিআই।

তোমার আগেই খেলা ছাড়ব, ওয়ার্নারকে বললেন রোহিত। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২০ ১৭:৪০
Share: Save:

আর বড় জোর পাঁচ-ছয় বছর। তার পরই ক্রিকেটকে বিদায় জানাবেন রোহিত শর্মা। তেমন ইঙ্গিতই দিলেন তিনি।

করোনাভাইরাসের জেরে বিশ্বজুড়ে এখন লকডাউন। ক্রিকেটাররা তাই সময় কাটাচ্ছেন অনলাইনে চ্যাটের মাধ্যমে। রোহিত শর্মাও ব্যতিক্রম নন। কেভিন পিটারসেন ও মহম্মদ শামির পর এ বার মুম্বইকর কথা বলেছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে। সেই কথাবার্তার সময়ই ভবিষ্যতের প্রসঙ্গে মুখ খোলেন রোহিত।

আরও পড়ুন: ‘মাঠে নেমে মানিয়ে নিতে সময় লাগবে, তবে ফুটবল লিগ শুরু হওয়াটা অবশ্যই ইতিবাচক’​

আরও পড়ুন: লিজ হার্লের প্রতি এখনও টান রয়েছে, পুরনো সম্পর্ক নিয়ে মুখ খুলে বললেন ওয়ার্ন​

ডেভিড ওয়ার্নারকে হিটম্যান বলেন, “ভারতে আমরা যখন বড় হয়ে উঠতে থাকি তখন ক্রিকেটকেই মনে হয় জীবন। কিন্তু ক্রিকেটের বাইরেও জীবনে অনেক কিছু থাকে। ৩৮-৩৯ বছর বয়সে পৌঁছে সাধারণত শেষ হয় ক্রিকেট কেরিয়ার। আমি জানি না তুমি কখন ক্রিকেটকে বিদায় জানাবে, তবে আমি নিশ্চিত ভাবেই তোমার আগে অবসর নেব।” রোহিতের এই কথাতেই শুরু হয়েছে জল্পনা।

রোহিতের মতো ওয়ার্নারেরও বয়স এখন ৩৩। ১৯৮৬ সালের ২৭ অক্টোবর জন্ম হয় তাঁর। আর রোহিতের জন্মদিন হল ১৯৮৭ সালের ৩০ এপ্রিল। মানে, ওয়ার্নার আগে জন্মেছেন। কিন্তু, রোহিত বলেছেন, ওয়ার্নারের আগে তিনিই অবসর নেবেন। মানে, আন্তর্জাতিক ক্রিকেটে আর পাঁচ-ছয় বছরই অবশিষ্ট রয়েছে রোহিতের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE