Advertisement
E-Paper

এশিয়া কাপজয়ী অধিনায়ক খেলবেন শ্রেয়স আয়ারের নেতৃত্বে!

সদ্য সমাপ্ত এশিয়া কাপে ছন্দে ছিলেন রোহিত। পাঁচ ম্যাচে ১০৫.৬৭ গড়ে করেন ৩১৭ রান। মনে করা হচ্ছিল, তাঁকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে রাখা হবে। কিন্তু, তা হয়নি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ১৭:১৪
এশিয়া কাপে দুরন্ত ছন্দে ছিলেন রোহিত শর্মা। ছবি: এপি।

এশিয়া কাপে দুরন্ত ছন্দে ছিলেন রোহিত শর্মা। ছবি: এপি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে নেই। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রস্তুতির জন্য তাই বিজয় হাজারে ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত এশিয়া কাপে ছন্দে ছিলেন রোহিত। সংযুক্ত আরব আমিরশাহিতে তিনি পাঁচ ম্যাচে ১০৫.৬৭ গড়ে করেন ৩১৭ রান। তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় ভারত। মনে করা হচ্ছিল, তাঁকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে রাখা হবে। কিন্তু, জাতীয় নির্বাচকরা মুম্বইকরকে টেস্ট স্কোয়াডে রাখেননি।

এই পরিস্থিতিতে বিজয় হাজারে ট্রফিতে খেলাই ঠিক হবে বলে মনে করছেন রোহিত। মুম্বই ক্রিকেট সংস্থাকে নিজের সিদ্ধান্ত জানিয়েও দিয়েছেন। বুধবার মুম্বই দল বেছে নেবেন অজিত আগরকরের নেতৃত্বে নির্বাচকরা। তখনই সরকারী ভাবে মুম্বই দলে ঘোষিত হবে তাঁর নাম।

আরও পড়ুন: 'জব আই মেট সিমরন'! কাজলকে নিয়ে কার এত উচ্ছ্বাস?​

আরও পড়ুন: বেটিংয়ে নিষেধ উঠলে দেশেরই লাভ, বলছেন প্রীতি জিন্টা

জানা গিয়েছে, রোহিত বিজয় হাজারে ট্রফিতে একটা বা দুটো ম্যাচ খেলবেন মুম্বইয়ের হয়ে। লিগের শেষ দুই ম্যাচে মুম্বইয়ের নেতৃত্বে থাকা শ্রেয়স আয়ারই নকআউটে থাকছেন নেতৃত্বে। অর্থাৎ, এশিয়া কাপ জয়ী অধিনায়ক রোহিত খেলবেন শ্রেয়সের নেতৃত্বে।

প্রসঙ্গত, ২১ অক্টোবর গুয়াহাটিতে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজ। সিরিজে ম্যাচের সংখ্যা পাঁচ। তারপর ৪ নভেম্বর কলকাতায় শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত আপাতত ১-০ এগিয়ে। শুক্রবার থেকে শুরু দ্বিতীয় টেস্ট। এর পর ভারতীয় দল যাবে অস্ট্রেলিয়া সফরে।

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

Cricketer Cricket Rohit Sharma Vijay Hazare Trophy West Indies Cricket Mumbai Cricket Asia Cup 2018
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy