Advertisement
E-Paper

ছিটকে গেলেন রোমেলু লুকাকু

ওল্ড ট্র্যাফোর্ডে নিষ্প্রভ ফুটবল খেলার পরে সমর্থকদের বিদ্রুপও হজম করতে হয়েছে জোসে মোরিনহোকে। কিন্তু ম্যান ইউনাইটেড ম্যানেজারের প্রধান চিন্তার কারণ আপাতত তাঁর আক্রমণ বিভাগে চোট আঘাতের সমস্যা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৮ ০৩:৫৭
ধাক্কা: সাউদাম্পটনের বিরুদ্ধে শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়তে হল লুকাকু-কে। অন্তত দুই ম্যাচের জন্য তাঁকে পাবে না মোরিনহোর দল। ছবি: গেটি ইমেজেস।

ধাক্কা: সাউদাম্পটনের বিরুদ্ধে শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়তে হল লুকাকু-কে। অন্তত দুই ম্যাচের জন্য তাঁকে পাবে না মোরিনহোর দল। ছবি: গেটি ইমেজেস।

শনিবার রাতে সাউদাম্পটনের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড শুধুই পয়েন্টই হারায়নি। চোটের জন্য আপাতত হারিয়েছে দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার রোমেলু লুকাকুকেও। শুধু তাই নয়, চোটের জন্য মাস খানেক মাঠের বাইরে চলে গিয়েছেন জ্লাটান ইব্রাহিমোভিচও।

ওল্ড ট্র্যাফোর্ডে নিষ্প্রভ ফুটবল খেলার পরে সমর্থকদের বিদ্রুপও হজম করতে হয়েছে জোসে মোরিনহোকে। কিন্তু ম্যান ইউনাইটেড ম্যানেজারের প্রধান চিন্তার কারণ আপাতত তাঁর আক্রমণ বিভাগে চোট আঘাতের সমস্যা। ম্যাচ শুরুর কিছু পরেই সাউদাম্পটনের ডিফেন্ডার ওয়েসলি হোয়েডের সঙ্গে সংঘর্ষে চোট পান লুকাকু। দেখে মনে হচ্ছিল, তিনি মাঠেই অজ্ঞান হয়ে গিয়েছেন। মিনিট ছ’য়েক তাঁর চিকিৎসা চলে। শেষ পর্যন্ত অক্সিজেন মাস্ক লাগিয়ে স্ট্রেচার করে বার করে নিয়ে আসা হয় লুকাকুকে। পরে মোরিনহো বলছিলেন, ‘‘এই ভাবে এক জন ফুটবলারকে বেরিয়ে আসতে দেখলে বলে দেওয়া যায় অন্তত দু’টো ম্যাচে পাওয়া যাবে না তাকে।’’

লুকাকুকে যখন মাঠ থেকে বার করে নিয়ে আসা হচ্ছিল, তখন দর্শকরা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানান তাঁকে। কিন্তু মোরিনহোর ভাগ্য অত ভাল হয়নি। লিগ টেবলে তিন নম্বরে, শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটির চেয়ে ক্রমে পিছিয়ে পড়ছে ম্যান ইউনাইটে়ড। সাউদাম্পটনের বিরুদ্ধে ড্র করার পরে মোরিনহো দোষ দিয়েছেন ভাগ্য এবং রেফারিকে। তিনি বলেছেন, ‘‘শুরুতেই লুকাকু চোট পেয়ে যাওয়ায় আমরা সমস্যায় পড়ে যাই। আমার হাতে সে রকম বিকল্প কোনও ফুটবলার ছিল না। বাধ্য হয়ে মার্কাস র‌্যাশফোর্ডকে পুরো ৯০ মিনিট খেলাতে হল। যেখানে র‌্যাশফোর্ডের বিশ্রাম দরকার ছিল।’’

রেফারিকেও কাঠগড়ায় তুলতে ছাড়েননি মোরিনহো। তাঁর দাবি, রেফারি পেনাল্টি দেননি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার বলেছেন, ‘‘এই রেফারি (ক্রেগ পাওসন) অত্যন্ত প্রতিশ্রুতিমান। শুধু ইংল্যান্ডেই নয়, গোটা ইউরোপের নিরিখেও। কিন্তু ও ম্যাচে এমন একটা ভুল করে বসল, যে আমাদের বড় ক্ষতি হয়ে গেল।’’

ইউনাইটেডের এই পারফর্ম্যান্স দেখার পরে বিশেষজ্ঞরা আবার কাঠগড়ায় তুলেছেন মোরিনহোকে। যেমন প্রাক্তন ম্যান ইউনাইটেড তারকা পল স্কোলস। স্কোলস বলেছেন, ‘‘ম্যান ইউনাইটেডকে দেখে মনে হচ্ছে, ওরা খুব ক্লান্ত হয়ে পড়েছে। ফুটবলারদের দেখে মনে হচ্ছে, ওরা এই মরসুমে ৫০-৬০টা ম্যাচ খেলে ফেলেছে। ওদের মাঠে আরও চনমনে হতে হবে। এই ব্যাপারটা ম্যানেজারকেই দেখতে হবে।’’

আর্সেনালের প্রাক্তন ডিফেন্ডার মার্টিন কিওন আরও বেশি আক্রমণাত্মক। তিনি বলেছেন, ‘‘ম্যান ইউনাইটেড দলে বেশ কয়েক জন ভাল ফুটবলার আছে। কিন্তু মোরিনহো ওদের কোনও ভাবেই সাহায্য করছেন না। মাঠের বাইরে মোরিনহোকে দেখে মনে হচ্ছে, খুব রেগে গিয়েছেন। আর মাঠের মধ্যে ম্যান ইউনাইটেড ফুটবলারদের দেখে মনে হচ্ছে, ওরা খেই হারিয়ে ফেলছে। ব্যাপারটা খুব দুঃখের।’’

Romelu Lukaku head injury injury Southampton Manchester United Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy