Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Ronald Koeman

মেসিকে নামাতে বাধ্য হয়েছি, বলছেন কোমান

কোমানের ব্যাখ্যা, ‘‘রিজার্ভ বেঞ্চে মেসিকে রাখা হয়েছিল এটা ভেবেই, যে কোনও সময় ওকে প্রয়োজন হতে  পারে। বাধ্য হয়েই মেসিকে পরে নামিয়েছিলাম।’’

দাপট: রিয়াল বেতিসের রক্ষণে হানা মেসির। শনিবার। এএফপি

দাপট: রিয়াল বেতিসের রক্ষণে হানা মেসির। শনিবার। এএফপি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২০ ০৬:৫৪
Share: Save:

লা লিগায় শনিবার রিয়াল বেতিসের বিরুদ্ধে ক্যাম্প ন্যু-তে প্রথম একাদশে লিয়োনেল মেসিকে না দেখে বিস্মিত হয়েছিলেন ফুটবলপ্রেমীরা। প্রথমার্ধের সংযুক্ত সময়ে ফল ১-১ হয়ে যাওয়ার পরে আর ঝুঁকি নেননি ম্যানেজার রোনাল্ড কোমান। দ্বিতীয়ার্ধে আহত আনসু ফাতির পরিবর্তে মেসিকে নামান। জোড়া গোল করেন বার্সা অধিনায়ক।

কেন শুরু থেকে মেসিকে খেলাননি? ৫-২ জয়ের পরে সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন উঠতেই কোমান জানিয়েছেন, আর্জেন্টিনীয় কিংবদন্তিকে শুরু থেকে খেলানোর ইচ্ছে ছিল না তাঁর। তবে মেসির সঙ্গে আলোচনা করেই প্রথম একাদশ গড়েছিলেন। বার্সেলোনা ম্যানেজার বলেছেন, ‘‘চ্যাম্পিয়ন্স লিগে ডায়নামো কিয়েভের বিরুদ্ধে ম্যাচে হালকা চোট পেয়েছিল মেসি। শুরু থেকে খেলার মতো ফিট ছিল না ও। মেসির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি।’’

প্রশ্ন উঠছে তা হলে কেন দ্বিতীয়ার্ধের শুরুতেই নামান হল মেসিকে? কোমানের ব্যাখ্যা, ‘‘রিজার্ভ বেঞ্চে মেসিকে রাখা হয়েছিল এটা ভেবেই, যে কোনও সময় ওকে প্রয়োজন হতে পারে। বাধ্য হয়েই মেসিকে পরে নামিয়েছিলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lionel Messi Ronald Koeman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE