দুই মহাতারকার মধ্যে দূরত্ব এখন প্রায় সাত হাজার কিলোমিটার। কিন্তু কোথাও যেন দেশের আবেগ মিলিয়ে দিয়েছে তাঁদের।
ইউরো সেমিফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচের ৪৮ ঘণ্টা আগে পর্তুগাল সমর্থকেরা হঠাৎই হাতের সামনে পেয়ে গেলেন তাঁদের ‘ঈশ্বরকে’। সেলফি তুললেন, অটোগ্রাফ নিলেন। সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে জানিয়ে দিলেন, ইউরো স্বপ্নপূরণে তাঁর পাশে আছে গোটা দেশ।
আবেগের বিস্ফোরণ ঘটছে অন্য এক মহাদেশেও। গত কাল রাতে ‘মেসি, ফিরে এসো’ দাবি নিয়ে বুয়েনস আইরসের রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মানুষ। লিওনেল মেসি অবশ্য এখন ব্যস্ত বাহামায় ছুটি কাটাতে। তারই মধ্যে আর্জেন্তাইন প্রচারমাধ্যমের খবর, মেসি নাকি অবসর ভেঙে ফিরে আসবেন। এলএম টেনের এক সতীর্থ বলেছেন, ‘‘২০১৮ বিশ্বকাপ নিয়ে মেসি ভীষণ ফোকাসড। আমি নিশ্চিত, ও আবার দেশের হয়ে খেলবে।’’