Advertisement
০২ মে ২০২৪

জিদান তুলে নেওয়ায় ক্ষুব্ধ রোনাল্ডো

লেভন্তের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে প্রথম একাদশে রোনাল্ডোকে রেখেছিলেন জিদান। কিন্তু গোল না পাওয়ায় ম্যাচ শেষ হওয়ার ছ’মিনিট আগে রোনাল্ডোকে তুলে মার্কো অ্যাসেন্সিও-কে নামান রিয়াল ম্যানেজার।

ক্ষুব্ধ: জিদানের সিদ্ধান্তে ক্ষুব্ধ রোনাল্ডো মাঠ ছাড়ছেন। রবিবার রাতে লা লিগায় লেভন্তের বিরুদ্ধে। ছবি: গেটি ইমেজেস

ক্ষুব্ধ: জিদানের সিদ্ধান্তে ক্ষুব্ধ রোনাল্ডো মাঠ ছাড়ছেন। রবিবার রাতে লা লিগায় লেভন্তের বিরুদ্ধে। ছবি: গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:১৩
Share: Save:

অশান্তির কালো মেঘ কি এ বার ঢুকে পড়ল রিয়াল মাদ্রিদ অন্দরমহলে?

সোমবার ৩৩ বছরে পা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রবিবার রাতে লা লিগায় লেভন্তে-র বিরুদ্ধে গোল করেই জন্মদিন স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন সি আর সেভেন। তাঁর সেই স্বপ্ন শুধু অধরাই থাকেনি, নতুন বিতর্কেও জড়িয়ে পড়লেন রোনাল্ডো।

লেভন্তের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে প্রথম একাদশে রোনাল্ডোকে রেখেছিলেন জিদান। কিন্তু গোল না পাওয়ায় ম্যাচ শেষ হওয়ার ছ’মিনিট আগে রোনাল্ডোকে তুলে মার্কো অ্যাসেন্সিও-কে নামান রিয়াল ম্যানেজার। জিদানের এই সিদ্ধান্তেই ক্ষুব্ধ রোনাল্ডো। স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, মাঠ ছেড়ে বেরিয়ে আসার সময় রিয়াল তারকার দিকে ক্যামেরা তাক করেছিলেন ম্যাচ সম্প্রচারের দায়িত্বে থাকা কর্মীরা। ক্ষুব্ধ রোনাল্ডো তাঁদের বলেছেন, ‘‘আমার ছবি না তুলে খেলায় মনঃসংযোগ করুন।’’

ম্যাচের পরে রিয়াল অধিনায়ক সের্জিও র‌্যামোস অবশ্য রোনাল্ডোর পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, ‘‘দলের পারফরম্যান্সে অন্যদের মতো রোনাল্ডোও প্রচণ্ড হতাশ। এই পরিস্থিতিতে আমরা যতটা সম্ভব চেষ্টা করছি ওর পাশে থাকার।’’ জিদান অবশ্য রোনাল্ডোকে তুলে আসন্সিও-কে নামানোর ব্যাখ্যা দিয়েছেন রিয়াল ম্যানেজার। জিদান বলেছেন, ‘‘মাঝমাঠের শক্তি বাড়ানোর জন্যই ক্রিশ্চিয়ানোকে তুলে নিয়েছিলাম। দলের প্রয়োজনেই এই পরিবর্তনটা করেছিলাম।’’

উৎসব: তেত্রিশে পা। জন্মদিনের কেক হাতে রোনাল্ডো। ছবি: টুইটার

এই মরসুমে দ্বিতীয়বার রোনাল্ডোকে ম্যাচ শেষ হওয়ার আগে তুলে নেন জিদান। এর আগে সেভিয়ার বিরুদ্ধে তাঁকে তুলে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন সি আর সেভেন। রবিবারও তার ব্যতিক্রম হল না। রোনাল্ডো উঠে যাওয়ার তিন মিনিটের মধ্যেই লেভন্তের জিয়ামপাওলো পাজিনি গোল করে সমতা ফেরান।

রবিবার রাতে এস্প্যানলের বিরুদ্ধে ড্র করেও ২২ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবলের শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে রিয়াল মাদ্রিদ। লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার আশা কার্যত শেষ। রিয়ালের নজরে এখন শুধু চ্যাম্পিয়ন্স লিগ। শেষ ষোলোর ম্যাচে আগামী সপ্তাহেই প্যারিস সঁ জারমাঁ-র মুখোমুখি হচ্ছে রিয়াল। র‌্যামোস বলছেন, ‘‘পিএসজি-র বিরুদ্ধে লড়াইয়ের আগে লেভন্তে ম্যাচটা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে।’’ লেভন্তের বিরুদ্ধে ১১ মিনিটে গোল করে র‌্যামোসই এগিয়ে দেন রিয়ালকে। ৪২ মিনিটে লেভন্তের হয়ে সমতা ফেরান ইমানুয়েল বোয়াটেং। ৮১ মিনিটে ইস্কোর গোলে রিয়াল দ্বিতীয় বার এগিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।

লেভন্তের বিরুদ্ধে ড্রয়ের ক্ষোভ গোপন করেননি জিদান। ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘‘আমি হতাশ নই, ক্ষুব্ধ। প্রথমার্ধে আমরা একেবারেই খেলতে পারিনি। দ্বিতীয় গোলের পরে আমাদের উচিত ছিল ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেওয়া। কিন্তু সেটা আমরা পারিনি। তা ছাড়া রক্ষণেও সমস্যা ছিল। তবে এখন আমি শুধু পরের ম্যাচটা নিয়েই ভাবছি।’’ র‌্যামোসের সুরে গলা মিলিয়েই জিদান বলেছেন, ‘‘ম্যাচের ফল থেকেই প্রমাণিত, ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে।’’

লেভন্তে ম্যাচের ধাক্কা অবশ্য চব্বিশ ঘণ্টার মধ্যেই কাটিয়ে উঠেছেন রোনাল্ডো। জন্মদিনের কেক হাতে ছবি সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cristiano Ronaldo Football Real Madrid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE