Advertisement
০২ মে ২০২৪

‘ইউসেবিওকে মনে করিয়ে দিল রোনাল্ডো’

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে প্যারিস সঁ জরমাঁ (পিএসজি)-র বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা প্রমাণ করল— শুধু মাত্র ব্যক্তিগত দক্ষতা থাকলেই সাফল্য পাওয়া যায় না।

মেজাজ: রিয়ালের জার্সিতে গোলের সেঞ্চুরি করে রোনাল্ডো। ছবি: এএফপি  

মেজাজ: রিয়ালের জার্সিতে গোলের সেঞ্চুরি করে রোনাল্ডো। ছবি: এএফপি  

সুব্রত ভট্টাচার্য
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:০৭
Share: Save:

অনবদ্য রিয়াল মাদ্রিদ।

অসাধারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জিনেদিন জিদান।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে প্যারিস সঁ জরমাঁ (পিএসজি)-র বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা প্রমাণ করল— শুধু মাত্র ব্যক্তিগত দক্ষতা থাকলেই সাফল্য পাওয়া যায় না। প্রয়োজন নিখুঁত পরিকল্পনা ও পরিস্থিতি অনুযায়ী স্ট্র্যাটেজি নির্ধারণ। আর নেতৃত্ব দেওয়ার মতো ফুটবলার।

নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র), এদিনসন কাভানি-দের খেলার ধরনটাই হচ্ছে, ছোট ছোট পাস খেলে আক্রমণে ওঠা। এই ধরনের স্ট্র্যাটেজির বিরুদ্ধে সেরা অস্ত্র গতি। রোনাল্ডো, টোনি ক্রোস থেকে করিম বেঞ্জেমা— প্রত্যেকেই শুধু দক্ষ নয়, প্রচণ্ড গতিতেও খেলতে পারে। গতি ও দক্ষতার মিশেলেই সান্তিয়াগো বের্নাবাউ-য়ে বাজিমাত করলেন জিদান। যখন দেখেছেন, খেলার গতি একটু কমে গিয়েছে, সঙ্গে সঙ্গে ফুটবলার বদল করেছেন।

বিশ্বের দ্রুততম ফুটবলারদের মধ্যে অন্যতম গ্যারেথ বেল। ঘণ্টায় ৩৬.৯ কিলোমিটার বেগে দৌড়তে পারে। সেই বেলকে জিদান নামালেন ৬৮ মিনিটে বেঞ্জেমার জায়গায়। একই ভাবে ৭৯ মিনিটে পরপর দু’টো পরিবর্তন করলেন। ইস্কোর জায়গায় মার্কো আসেন্সিও। আর কার্লোস ক্যাসিমিরোর পরিবর্তে নামালেন লুকাস ভাসকোয়েস-কে। অনেকটা রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন বদলের মতো। গতির সঙ্গে কখনওই সমঝোতা নয়। রিয়ালের এই গতিময় ফুটবলকে আটকানোর মতো ক্ষমতা দানি আলভেজ, টোমাস মুনিয়ের-দের ছিল না। তৃতীয় গোলের সময় তো ওরা বুঝতেই পারেনি মার্সেলো কখন পেনাল্টি বক্সে ঢুকে পড়েছে।

জিদানের আরও একটা পরিকল্পনা আমাকে মুগ্ধ করেছে। বিপক্ষের ফুটবলারদের ধরে ধরে স্ট্র্যাটেজি তৈরি করা। সের্জিও র‌্যামোসের যেমন দায়িত্ব ছিল নেমার-কে রোখা। মার্সেলো ব্যস্ত ছিল কাভানিকে আটকাতে। খেলোয়াড় জীবনে আমার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল চিমা ওকোরি। ওকে আটাকানোর জন্য ম্যাচের দু’-তিন দিন আগে থেকে মানসিক প্রস্তুতি শুরু করে দিতাম। পিএসজি ম্যানেজার উনাই এমরে মনে হয় এত গভীর ভাবে ভাবেননি। তাই জিদানের মতো ম্যাচের পরিস্থিতি অনুযায়ী স্ট্র্যাটেজি বদলাতেও ব্যর্থ তিনি।

জিদানের সঙ্গে মার্সেলো। ছবি:গেটি ইমেজেস

চ্যাম্পিয়ন্স লিগ প্রি-কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটার আকর্ষণ আরও বেড়ে গিয়েছিল রোনাল্ডো বনাম নেমার দ্বৈরথের জন্য। ৩৩ মিনিটে অসাধারণ ব্যাক হিলে আদ্রিয়াঁ র‌্যাবিউ-কে দিয়ে গোল করিয়ে দলকে এগিয়ে গিয়েছিল নেমার। সেই সময় হয়তো অনেকেরই মনে হয়েছিল, পিএসজি-কে রোখা সম্ভব নয় রিয়ালের পক্ষে। কারণ, এই মরসুমে একেবারেই ছন্দে নেই রোনাল্ডো-রা। লা লিগায় খেতাবের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে রিয়াল। কোপা দেল রে জয়ের স্বপ্নও শেষ। সব চেয়ে বড় সমস্যা রোনাল্ডোর ধারাবাহিকতার অভাব। উল্টো দিকে নেমার দুরন্ত ফর্মে। আমি কিন্তু জানতাম রোনাল্ডোর নেতৃত্বেই রিয়াল দুর্দান্ত ভাবে ফিরে আসবে। বাস্তবে তাই হল। জোড়া গোল করে দুর্ধর্ষ প্রত্যাবর্তন ঘটাল সি আর সেভেন।

নেমার আগের চেয়ে এখন অনেক পরিণত। রিয়াল কর্তারা ওকে নেওয়ার জন্য মরিয়াও। কিন্তু রোনাল্ডোর সঙ্গে তুলনা করার মতো জায়গায় এখনও আসেনি ব্রাজিল তরাকা। বুধবার রাতে সি আর সেভেন-কে দেখে তো আমার ১৯৬৬ সালের বিশ্বকাপে পর্তুগালের ইউসেবিওর কথা মনে পড়ছিল। সেই গতি, সেই বলের উপর নিয়ন্ত্রণ, সেই নেতৃত্ব দেওয়ার অবিশ্বাস্য দক্ষতা।

আরও পড়ুন: রোনাল্ডোর জোড়া গোলে হার নেমারের

রোনাল্ডো, লিওনেল মেসি-র মতো ফুটবলারদের উপর প্রত্যাশা অনেক বেশি। তাই সামান্যতেই ‘গেল গেল’ রব ওঠে। রিয়ালের শেষ চার-পাঁচটা ম্যাচ দেখে অনেকেরই ধারণা হয়েছিল, এই মরসুমে রোনাল্ডোকে নিয়ে বেশি আশা না করাই ভাল। জিদান বলেছিলেন, অতীতে বারবার রোনাল্ডো বড় মঞ্চে নিজেকে প্রমাণ করেছে। এ বারও তার ব্যতিক্রম হবে না। এখানেই জিদানের সঙ্গে বাকি ম্যানেজারদের পার্থক্য। নিজে অসাধারণ ফুটবলার ছিলেন। দীর্ঘদিন রিয়ালে খেলেছেন। ওঁর খেলোয়াড় জীবনেও উত্থান-পতন কম হয়নি। তাই খুব ভালই জানেন, ব্যর্থতা এক জন তারকাকে কতটা যন্ত্রণা দেয়। কী ভাবে সে ঘুরে দাঁড়ায়। রোনাল্ডোকে দেখেই মনে হচ্ছিল, ও নিজেকে উজাড় করে দেওয়ার জন্য নেমেছে। সব সময় উজ্জীবিত করেছে সতীর্থদের। রোনাল্ডো-ই তো দলের মধ্যে সক্রামিত করেছিল গতি। টিভিতে দেখলাম, প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোলটা করেই সতীর্থদের ডেকে নিল। হয়তো বলছিল— আমি পেরেছি, তোমরাও পারবে। চলো, এ বার পিএসজি-কে উড়িয়ে দিয়ে আসি।

রোনাল্ডো মানেই ম্যাজিক!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE