Advertisement
E-Paper

রোনাল্ডোর জোড়া গোলে হার নেমারের

প্রথম লেগের শেষে রোনাল্ডো বনাম নেমারের লড়াইয়ে বাজিমাত পর্তুগিজ তারকার। এই ম্যাচ অনেক আগে থেকেই হয়ে গিয়েছিল দুই তারকার। লড়াই ছিল রোনাল্ডো বনাম নেমারের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:১৮
জোড়া গোলের নায়ক রোনাল্ডোকে অভিনন্দন বেলের। ছবি: রয়টার্স

জোড়া গোলের নায়ক রোনাল্ডোকে অভিনন্দন বেলের। ছবি: রয়টার্স

রিয়েল মাদ্রিদ ৩ (রোনাল্ডো-২, মার্সেলো)
পিএসজি ১ (রাবিওট)

সান্তিয়াগো বের্নাবাউ-এ তখন রোনাল্ডো রোনাল্ডো চিৎকারে কান পাতা দায়। সাদা জার্সিতে মোড়া গ্যালারিতে ঘন ঘন উঠছে ফুটবল উচ্ছ্বাসের ঢেউ।

কিন্তু, হঠাৎই ছন্দপতন! থমকে গেল গোটা স্টেডিয়াম। গানের তালে যে উৎসব শুরু হয়েছিল, তা গিয়ে জমা হল স্টেডিয়ামের এক প্রান্তে, ছোট্ট একটা অংশে। ওখানেই বসে পিএসজি-র সমর্থকরা। সবাইকে চমকে তত ক্ষণে এগিয়ে গিয়েছে নেমারের পিএসজি। তবে, ৯০ মিনিট শেষে বের্নাবাউ-এর আনাচ-কানাচে শুধুই উঠল সাদা ঢেউ। যা ভাসিয়ে নিয়ে গেল ‘নেমার অ্যান্ড ব্রিগেড’কে অনেকটা দূরে।

প্রথম লেগের শেষে রোনাল্ডো বনাম নেমারের লড়াইয়ে বাজিমাত পর্তুগিজ তারকার। এই ম্যাচ অনেক আগে থেকেই হয়ে গিয়েছিল দুই তারকার। লড়াই ছিল রোনাল্ডো বনাম নেমারের। আর তার মধ্যে হারিয়েই গিয়েছিল রিয়েল মাদ্রিদ বনাম পিএসজি লড়াই। যে লড়াইয়ের শুরুটা বুধবার মধ্যরাতে করে দিয়েছিল নেমারের দল। যদিও তখনও গোল আসেনি নেমারের পা থেকে। পুরো ম্যাচে এল-ও না। কিন্তু, তার মধ্যেই নিজের নামের পাশে রিয়েল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজের গোলের সেঞ্চুরিটি সেরে ফেললেন সিআর সেভেন। প্রথমার্ধের শেষ মুর্হূতে যখন পেনাল্টি পেয়ে গেল রিয়েল মাদ্রিদ।

১২ গজের মধ্যে বল যখন রোনাল্ডোর পায়ে তখন চোখ বুজেই বলে দেওয়া যায় সেটা গোলেই যাবে। ক্রুসকে বক্সের মধ্যে ফেলে দেওয়ার ভুলটা হয়তো না করলেই পারতেন সেলসো। লা লিগার শেষ ম্যাচেই গত সপ্তাহে এই রোনাল্ডোর পা থেকে এসেছিল হ্যাটট্রিক। তিনি যে ফর্মে ফিরে এসেছেন তা বুঝিয়ে দিলেন বুধবার গভীর রাতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে।

প্রথর্মাধ যেখানে শেষ করেছিল সেখান থেকেই দ্বিতীয়ার্ধের শুরু। খেলার রাশ পুরোপুরি নিজেদের হাতেই তুলে নিল হোম টিম। আর তার ফল ৮৩ ও ৮৬ মিনিটে পর পর গোলেই শেষ হয়ে গেল পিএসজি। শেষ হয়ে গেল অসম লড়াইয়ের রচিত হওয়া এত দিনের এক রূপকথার গল্প।

আরও পড়ুন: কোহালির সুপার স্লেজিং, ধোনির অস্ত্র হিন্দি

ম্যাচের পর নেমারকে সান্ত্বনা রোনাল্ডোর।

৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ফেললেন রোনাল্ডো। ছ’গজ বক্সের মধ্যে তাঁকে বলটা সাজিয়ে দিয়েছিলেন আসেনসিও। ভুল করেননি রোনাল্ডো। ৮৬ মিনিটে আবারও আসেনসিওর মাপা ক্রস থেকে মার্সেলোর ফিনিশ। জিনেদিন জিদানের ৭৯ মিনিটের একটা পরিবর্তনেই বদলে গেল ম্যাচের ফল। ভাগ্যিস আসেনসিওকে নামিয়েছিলেন তিনি। বল পজেশনে প্রায় সমান সমান জায়গায় থেকেও পিএসজিকে হারতে হল শুধুমাত্র আসেনসিওর মতো একটা গোল তৈরি করার লোকের অভাবে। শুধু একটা ছোট্ট খারাপ লাগা অবশ্যই থেকে যাবে রাবিওটের জন্য। শুরুতেই দলকে এগিয়ে দিয়েই মাঠ ছাড়তে হল একরাশ হতাশা নিয়ে। প্রথম লেগের ম্যাচে অনেকটাই এগিয়ে থেকে শেষ করল রিয়েল মাদ্রিদ।

পিএসজির ভাগ্যে থাকল একটা অ্যাওয়ে গোল। রোনাল্ডোর রোলার কোস্টারের কাছে অনেকটাই ফিকে হয়ে গেল নেমাররাজ। আগামী বছর রিয়েল মাদ্রিদের জার্সি গায়ে এই রোনাল্ডোর পাশেই যদি খেলতে দেখা যায় নেমারকে তা হলে নতুন লড়াইয়ের কথা ভাবতে হবে বৈকি!

আপাতত দ্বিতীয় লেগ পর্যন্ত বেঁচে থাক রোনাল্ডো-নেমার লড়াই।

Real Madrid PSG Cristiano Ronaldo Football UEFA Champions League 100 goals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy