Advertisement
E-Paper

এ কোন রোনাল্ডো

ইউরোর প্রথম ম্যাচেই হতাশ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কী কী প্রশ্ন উঠছে পর্তুগিজ অধিনায়ককে নিয়ে? খুঁজে দেখলেন সুব্রত ভট্টাচার্য।রোনাল্ডোর অবিশ্বাস্য স্পটজাম্প দেখে আমরা অভ্যস্ত। লম্বা ডিফেন্ডারদের উপরে উঠেও হেড দিতে পারে। আইসল্যান্ডের বিরুদ্ধে কিছুই পেলাম না। ২-১ করার সুন্দর একটা সুযোগ পেয়েছিল রোনাল্ডো।

শেষ আপডেট: ১৬ জুন ২০১৬ ১০:০৯

স্পট জাম্প নেই, হেডও নেই

রোনাল্ডোর অবিশ্বাস্য স্পটজাম্প দেখে আমরা অভ্যস্ত। লম্বা ডিফেন্ডারদের উপরে উঠেও হেড দিতে পারে। আইসল্যান্ডের বিরুদ্ধে কিছুই পেলাম না। ২-১ করার সুন্দর একটা সুযোগ পেয়েছিল রোনাল্ডো। মার্কিংও ছিল না। কিন্তু দুর্বল হেডটা গেল গোলকিপারের হাতে। আসলে একটা হেড নিখুঁত ভাবে দিতে গেলে কোমরের পাওয়ারটা মাথায় আনতে হবে। কিন্তু দেখলাম রোনাল্ডো কোমরের কোনও ঝাঁকুনিই দিল না। তাই প্লেসমেন্টও হল না, পাওয়ারও এল না। গোটা ম্যাচেই একই ব্যাপার হল।

মুভ তৈরি হল না কেন

রিয়াল মাদ্রিদে দেখেছিলাম অনেক ম্যাচে বাড়তি দায়িত্ব নিয়ে খেলছে রোনাল্ডো। কোনও মুভ তৈরি না হলে নিজেই দৌড়োচ্ছে ওপর-নীচ। মঙ্গলবার রাতে খুব বেশি নড়াচড়াই করল না। দেশের হয়ে কম্বিনেশন চট করে তৈরি করা একটু কঠিন। কিন্তু পর্তুগালের তো নানি, জোয়াও মারিয়া, আন্দ্রে গোমেসের মতো ফুটবলাররা আছে। যারা সাপোর্ট দিতে ওস্তাদ। কিন্তু রোনাল্ডো তো কারওর সঙ্গে সে ভাবে পাসই খেলছিল না। আর্জেন্তিনার হয়ে মেসি যে স্কিমারের রোলটা খেলে, সেটা তো অন্তত খেলতে পারত রোনাল্ডো। নানির জন্য ভাল একটা বল বাড়িয়েছিল, কিন্তু ব্যস ওইটুকুই। পর্তুগাল আক্রমণের আসল আউটলেট শান্ত থাকলে, বাকি দলে প্রভাব পড়তে বাধ্য।

ফ্রি-কিক কেন এত দুর্বল

নাকলবল ফ্রি-কিক এখন শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে রোনাল্ডো। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে দু’টো ফ্রি-কিকই খুব সাধারণ মানের ছিল। সাধারণত রোনাল্ডো অনেক সময় নেয় ফ্রি-কিকের আগে। আসলে ফুটবলাররা এ সময় মাথার মধ্যে ছকে নেয় বলটা কোথায় প্লেস করবে, ওয়ালের দুর্বলতা কী, গোলকিপারই বা কোথায় দাঁড়িয়ে। রোনাল্ডোকে বলটা নিয়ে ও ভাবে দাঁড়িয়ে থাকতে দেখেও গোলকিপাররা অনেক সময় কেঁপে যায়। কিন্তু আইসল্যান্ডের বিরুদ্ধে দেখলাম খুব দ্রুত ফ্রি-কিক নিল। দ্বিতীয়টাতেও কিছু ভাবনাচিন্তা ছিল না। রেঞ্জটা আরও কাছে ছিল। লাস্ট মুভ ছিল ম্যাচের। কিন্তু ফ্রি কিকটা দেখে মনে হল দায়সারা গোছে মারা।

ড্রিবলিংও ডোবাল

রোনাল্ডো মানেই স্টেপওভার। ডিফেন্ডারদের ধাঁধায় ফেলে দেয় ওর ফুটওয়ার্ক। এক জন ভাল ড্রিবলারের গুণ হল, কোন দিকে বলটা টানবে, ডিফেন্ডার বুঝতেই পারবে না। কিন্তু রোনাল্ডোর প্রতিটা ড্রিবলই আগেভাগে আন্দাজ করে ফেলছিল ওরা। রোনাল্ডোর মুভমেন্টেই বোঝা যাচ্ছিল, কোন দিকে বলটা টানবে ও। শেষ দিকে পেনাল্টি বক্সের মধ্যে ওয়ান টু ওয়ান অবস্থায় রোনাল্ডোর ড্রিবল আটকে বল নিয়ে গেল আইসল্যান্ড ডিফেন্ডার।

সোলো রান খুঁজে পেলাম না

এত স্পিডে রোনাল্ডো বলটা নিয়ে উঠতে পারে যে বিপক্ষের ডিফেন্সের কাছে কোনও উত্তরই থাকে না। এই সোলো রানগুলো কোথায় যে হারিয়ে গেল? দেখে মনে হচ্ছিল চোট আছে রোনাল্ডোর। ওর বল কন্ট্রোল অসামান্য। তাই ফুলস্পিডেও বলটা আঠার মতো লেগে থাকে পায়ে। প্রতিআক্রমণও দ্রুত তৈরি হয়। সেটাই হল না।

Cristiano Ronaldo Euro 2016
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy