Advertisement
০২ মে ২০২৪

রোনাল্ডোর গোল, শেষ আটে রিয়াল

একে প্রথম পর্বের ম্যাচে তিন গোল খাওয়া। তার ওপর এ রকম গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট পেয়ে নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)-এর ছিটকে যাওয়া। সব মিলিয়ে দারুণ চাপে ছিল পিএসজি। যে চাপ তারা কাটিয়ে উঠতে পারল না।

উচ্ছ্বাস: গোলের পরে রোনাল্ডো। পিএসজি-র বিরুদ্ধে। ছবি: এপি

উচ্ছ্বাস: গোলের পরে রোনাল্ডো। পিএসজি-র বিরুদ্ধে। ছবি: এপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৮ ০৪:৩৬
Share: Save:

পিএসজি ১ (২) : রিয়াল মাদ্রিদ ২ (৫)

যা প্রত্যাশিত ছিল, তা-ই হল। ঘরের মাঠে প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল প্যারিস সঁ জারমঁ। গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ক্যাসিমিরো। মঙ্গলবার রাতে প্যারিসে রিয়াল জিতল ২-১। দুই পর্ব মিলিয়ে ৫-২ জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চলে গেলেন রোনাল্ডো-রা।

একে প্রথম পর্বের ম্যাচে তিন গোল খাওয়া। তার ওপর এ রকম গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট পেয়ে নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)-এর ছিটকে যাওয়া। সব মিলিয়ে দারুণ চাপে ছিল পিএসজি। যে চাপ তারা কাটিয়ে উঠতে পারল না।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পরে নেমার তাঁর ফেসবুকে লিখেছেন, ‘এই ভাবে হারায় আমার কষ্ট হচ্ছে। তবে তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে, আমি দলের বাকিদের সঙ্গে মাঠে থাকতে পারলাম না বলে। তবে এর পাশাপাশি সতীর্থদের লড়াই দেখে আমার গর্বও হচ্ছে।’

স্প্যানিশ সুপার কাপ এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতা জিনেদিন জিদান লা লিগায় খারাপ খেলার জন্য রীতিমতো চাপের মধ্যে ছিলেন। এও বলা হচ্ছিল, চ্যাম্পিয়ন্স লিগে ভাল খেলতে না পারলে জিদানের চাকরি চলে যাওয়ার আশঙ্কা থাকবে। পিএসজি-র বিরুদ্ধে জিতে আপাতত সেই আশঙ্কা দূর করেছেন রিয়াল ম্যানেজার। এই ম্যাচে তাঁর স্ট্র্যাটেজিও ছিল একেবারে নিখুঁত। এই ম্যাচে টোনি ক্রুস, লুকা মদ্রিচ এবং গ্যারেথ বেল-কে বাইরে রেখে দল নামিয়েছিলেন জিদান। প্রথম একাদশে রেখেছিলেন ভাসকোয়েস এবং মার্কো আসেনসিও-কে। জিদানের লক্ষ্যই ছিল কাউন্টার আক্রমণে পিএসজি রক্ষণ ভাঙা।

এরই মাঝে এ বারের চ্যাম্পিয়ন্স লিগে নিজের বারো নম্বর গোল করে ফেললেন রোনাল্ডো। দানি আলভেজের ভুলের ফায়দা তুলে ছ’গজের মধ্যে বল পেয়ে জোরালো হেডে গোল করে যান সি আর সেভেন। এর পর এদিনসন কাভানি-র গোলে সমতা ফেরায় পিএসজি। রিয়ালের আসেনসিও এবং ভাসকোয়েস-এর শট বারে লাগে। শেষ পর্যন্ত রিয়ালের হয়ে স্কোর ২-১ করেন ক্যাসিমিরো। পিএসজি-র মার্কো ভেরাত্তি লাল কার্ড দেখায় তাদের সমস্যা আরও জটিল হয়ে যায়। ম্যাচের পরে জিদান বলেছেন, ‘‘পিএসজি মরিয়া ছিল ঠিকই, কিন্তু ওরা একটা শক্তিশালী দলের মুখে পড়েছিল। সেটাই তফাত গড়ে দিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE