বই বোমার বিস্ফোরণ এ বার স্পেনে। গত কয়েক সপ্তাহে সচিন তেন্ডুলকরের আত্মজীবনী নিয়ে ক্রিকেট দুনিয়ায় বিতর্ক কম হয়নি। তার রেশ মিটতে না মিটতেই বিশ্ব ফুটবলের দুই মহাতারকা এ বার জড়িয়ে পড়লেন আর এক বই বোমায়। তাঁরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর লিওনেল মেসি।
বিখ্যাত স্প্যানিশ সাংবাদিক গিলেম বালাগের এই বইয়ে দাবি করা হয়, প্রকাশ্যে রোনাল্ডো মেসিকে নিয়ে যতই নম্র ব্যবহার করুন না কেন আসলে ব্যাপারটা মোটেই সে রকম নয়। রিয়ালের ড্রেসিংরুমে মেসিকে একটি বিশেষ নামে ডাকেন রোনাল্ডো। যেটা মেসির মাকে জড়িয়ে একটা অত্যন্ত অশ্লীল গালাগাল ছাড়া কিছু নয়।
স্প্যানিশ সাংবাদিকের দাবি ছড়িয়ে পড়তেই বিশ্ব ফুটবলে সাইক্লোন শুরু হয়ে যায়। যার আঘাতে পর্তুগিজ মহাতারকা সোশ্যাল মিডিয়ায় মামলার হুমকিও দেন, “খবর ছড়াচ্ছে লিওনেল মেসিকে নিয়ে নাকি আমি অপমানজনক মন্তব্য করেছি। একেবারে মিথ্যে কথা। আইনজীবীদের মামলা করার কথা বলেছি। সমস্ত পেশাদার সতীর্থকে আমি প্রচণ্ড সম্মান করি। মেসিও তার ব্যতিক্রম নয়।”