Advertisement
E-Paper

রেকর্ড গড়ে মিডিয়াকে পাল্টা একহাত নিলেন রুনি

মাঠের বাইরের বিতর্কের জবাব মাঠে রেকর্ড গড়ে দিলেন ওয়েন রুনি। ইউরোপা লিগে বৃহস্পতিবার ফেইনর্টের বিরুদ্ধে ৪-০ জেতার ম্যাচে গোল করে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে যা ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টে রুনির ৩৯তম গোল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৬ ০৪:১২
রেকর্ডের লাফ। ইউরোপা লিগে ম্যাঞ্চেস্টারকে এগিয়ে দেওয়ার পর নায়ক।-রয়টার্স

রেকর্ডের লাফ। ইউরোপা লিগে ম্যাঞ্চেস্টারকে এগিয়ে দেওয়ার পর নায়ক।-রয়টার্স

মাঠের বাইরের বিতর্কের জবাব মাঠে রেকর্ড গড়ে দিলেন ওয়েন রুনি।

ইউরোপা লিগে বৃহস্পতিবার ফেইনর্টের বিরুদ্ধে ৪-০ জেতার ম্যাচে গোল করে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে যা ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টে রুনির ৩৯তম গোল।

তার পরেও প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা নিস্তেলরুইয়ের রেকর্ড ভাঙার উচ্ছ্বাস নয়, মিডিয়ার উপর গরগরে রাগটা বেরিয়ে এল। গত সপ্তাহে স্কটল্যান্ডকে ৩-০ হারানোর পর হোটেলে মদ্যপান করার অভিযোগ উঠেছিল ইংল্যান্ড ফরোয়ার্ড রুনির বিরুদ্ধে। অপ্রকৃতিস্থ অবস্থায় টিম হোটেলে এক বিয়ের অনুষ্ঠানে দুই মহিলাভক্তের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জেরে।

গত রাতে ইউরোপা লিগে ইউনাইটেডকে পরের রাউন্ডে তোলার আরও কাছাকাছি এনে রুনি বলেছেন, ‘‘আসলে আমি সে দিন বিয়ের অনুষ্ঠাতে পা-ই দিইনি। এই সমস্ত কিছু আপনারা (মিডিয়া) তৈরি করেছেন। এখন আবার এ নিয়ে প্রশ্নও করছেন! তিলকে তাল তো মিডিয়াই করছে।’’ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিরুদ্ধে গত সপ্তাহে প্রথম একাদশের বাইরে থাকা রুনিকে নিজের পারফরম্যান্স নিয়ে জানতে চাইলে তিনি যোগ করেন, ‘‘নিজের টিমের খেলা সাইডলাইনে বসে দেখতে খারাপ লাগে। তবে নিজের মধ্যে আবেগ থাকাটা খুব দরকার আর দরকার পরের সুযোগটার সদ্ব্যবহার করার চেষ্টা করার। আশা করছি এটা আমার জন্য একটা নতুন শুরু। দেখা যাক।’’

শুধু রুনি নয়, গোলে ফেরায় তাঁর কোচ জোসে মোরিনহোও এখন অনেকটা স্বস্তিতে। সেটা ‘দ্য স্পেশ্যাল ওয়ান’-এর কথাতেও বোঝা যাচ্ছে। রুনির রেকর্ড নিয়ে ইউনাইটেড কোচ মোরিনহো বলেছেন, ‘‘দারুণ রেকর্ড। আরও ভাল হবে যদি এই সুযোগে রুনি ক্লাবকে ট্রফিটাও জিততে সাহায্য করতে পারে। যে ট্রফিটা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ইতিহাসে এখনও অধরা। ইউরোপা লিগ।’’ সঙ্গে তিনি আরও বলেছেন, ‘‘এটা বিরাট টুর্নামেন্ট এমন বলছি না। তাও জানি কাজটা কঠিন। প্রচুর ম্যাচ খেলতে হবে আমাদের। কিন্তু কোয়ালিফাই করার চেষ্টা তো করা যেতেই পারে। যদি ইউক্রেনে আমরা কোয়ালিফাই করতে পারি তা হলে আমরা আরও ম্যাচ খেলার সুযোগ পাব। আশা করি রুনিও তখন আরও গোল করার সুযোগ পাবে।’’

রুনি, মাতা আর লিনগার্ডের গোল আর ফেইনর্টের জোন্সের আত্মঘাতী গোলে ইউনাইটেড জিতলেও রুনিদের গ্রুপের শেষ ম্যাচে ইউক্রেনের জারা লুগাস্কের বিরুদ্ধে এক পয়েন্ট নিশ্চিত করতেই হবে শেষ ৩২ দলের মধ্যে জায়গা করে নিতে।

ইউরোপে গোল করার রেকর্ড ভেঙে রুনির সামনে এখন অবশ্য আরও একটা নজির ছোঁয়ার হাতছানি রয়েছে। রেড ডেভিলস জার্সিতে সবচেয়ে বেশি গোলের। স্যর ববি চার্লটনের ২৪৯ গোলের রেকর্ডের। যার থেকে আর এক গোল দূরে রুনি। যে নজির ছুঁতে ইউনাইটেড সতীর্থ ইব্রাহিমোভিচকে পাশে পেয়ে যাচ্ছেন তিনি। সুইডিশ তারকা গত রাতে রুনিকে গোলের পাস বাড়িয়ে দেওয়ার পরে বলেছেন, ‘‘আমি খুব খুশি রুনি রেকর্ডটা ভাঙায়। ও মানুষ হিসেবে দারুণ। রুনি যাতে আরও একটা গোল করতে পারে সেই চেষ্টা করব। আমার কাছে সেটাই আসল রেকর্ড।’’

Wayne Rooney Europa League
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy