Advertisement
E-Paper

যুবরাজের ছয় ছক্কা মনে করালেন রস হোয়াইটলি

আবার ছয় ছক্কা। এই তালিকায় ছ’নম্বরে উঠে এলেন ওরস্টারশায়ারের রস হোয়াইটলি। এই তালিকায় সবার আগে নাম লিখিয়ে ফেলেছিলেন গ্যারি সোবার্স। এর পর রবি শাস্ত্রী, যুবরাজ সিংহরাও এসেছেন।

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৭ ১৫:৪৪
রয় হোয়াইটলি। ছবি: টুইটার থেকে।

রয় হোয়াইটলি। ছবি: টুইটার থেকে।

আবার ছয় ছক্কা। এ বার ইংলিশ কাউন্টি টি২০তে। মনে করাল যুবরাজ সিংহকে। রবিবার হেডিংলের ঘটনা। খেলা চলছিল ওরস্টারাশায়ার ও ইয়র্কশায়ারের মধ্যে। ব্যাট করছিলেন ওস্টারশায়ারের রস হোয়াইটলি। বলে তখন ইয়র্কশায়ারের বাঁ হাতি স্পিনার কার্ল কার্ভার। ম্যাচের ১৬তম ওভার চলছিল। আর সেই ওভারেই ছয় ছক্কা হাঁকান রস হোয়াইটলি। যদিও ২৬ বলে ৬৫ রান করে প্যাভেলিয়নে ফেরেন তিনি। ওরস্টারশায়ার ৭ উইকেট হারিয়ে শেষ করে ১৯৬ রানে। ৩৭ রানে ম্যাচ হেরে যায় তারা।

আরও খবর: বিশ্বকাপ শেষে ঝুলন-মিতালিদের রিপোর্ট কার্ডে কী থাকল?

এই ম্যাচে ব্যাট হাতে দারুণ খেলেন ইয়র্কশায়ারের ডেভিড উইলি। তাঁর ১১৮ রানের ইনিংসে এক ওভারে ৩৪ রান এসেছিল অস্ট্রেলিয়া পেসার জন হেস্টিংসের ওভারে। যদিও রস হোয়াইটলির ছয় ছক্কা দলকে জয় এনে দিতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের সেরা ক্রিকেটার গ্যারি সোবার্স প্রথম শ্রেনীর ক্রিকেটে প্রথম এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন। তখন তিনি নটিংহ্যামশায়ারের হয়ে খেলতেন। ১৯৬৮ সালে গ্ল্যামারগনের বিরুদ্ধে ম্যালকম ন্যাশের ওভারে তিনি ছয় ছক্কা হাঁকিয়েছিলেন। এর পর সেই তালিকায় নাম লিখিয়েছেন রবি শাস্ত্রী, হার্শেল গিবস ও যুবরাজ সিংহ, অ্যালেক্স হেলস।

এক ওভারে ছয় ছক্কা

নাম

দেশ

দল

টুর্নামেন্ট

প্রতিপক্ষ

বোলার

সাল

গারফিল্ড সোবার্স

ওয়েস্ট ইন্ডিজ

নটিংহ্যামশায়ার

কাউন্টি

গ্ল্যামারগন

ম্যালকম ন্যাশ

১৯৬৮

রবি শাস্ত্রী

ভারত

মুম্বই

রঞ্জি ট্রফি

বরোদা

তিলক রাজ

১৯৮৪

হার্শেল গিবস

দক্ষিণ আফ্রিকা

দেশ

বিশ্বকাপ

নেদারল্যান্ডস

দান ভ্যান

২০০৭

যুবারজ সিংহ

ভারত

দেশ

টি২০ বিশ্বকাপ

ইংল্যান্ড

স্টুয়ার্ট ব্রড

২০০৭

অ্যালেক্স হেলস

ইংল্যান্ড

নটিংহ্যামশায়ার

কাউন্টি ন্যাটওয়েস্ট টি২০

ওয়ারউইকশায়ার

বোয়েড র‌্যাঙ্কিন

২০১৫

রোস হোয়াইটলি

ইংল্যান্ড

ওরস্টারশায়ার

কাউন্টি টি২০

ইয়র্কশায়ার

ডেভিড উইলি

২০১৭

(ভুল বশত যুবরাজ সিংহর ছয় ছক্কার বোলার হিসেবে স্টুয়ার্ট ব্রডের জায়গায় অ্যান্ড্রু ফ্লিনটফের নাম লেখা হওয়ায় আমরা দুঃখিত।)

Ross Whiteley Yuvraj Singh Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy