ফিজিতে জন্ম তাঁর। ফিজি জাতীয় দলের অধিনায়কও তিনি। অথচ কলকাতার নাম শুনলেই আবেগপ্রবণ হয়ে পড়েন রয় কৃষ্ণ।
প্রায় ১৪০ বছর আগে কলকাতা থেকেই জাহাজে করে ফিজিতে চলে গিয়েছিলেন এটিকে তারকার পূর্বপুরুষেরা। আর ভারতে ফিরে আসেননি তাঁরা। কিন্তু শিকড়ের টান মনে হয় একেই বলে। আইএসএল ফাইনালে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচের আগের দিন রয় কৃষ্ণের বার বার মনে পড়ে যাচ্ছিল দাদু-ঠাকুরমার কাছে শোনা সেই কাহিনি। শুক্রবার দুপুরে দক্ষিণ গোয়ার বেনোলিমের এক পাঁচতারা হোটলে আনন্দবাজারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রয় কৃষ্ণ বলছিলেন, ‘‘ভারতের ঠিক কোথায় আমার পূর্বপুরুষেরা থাকতেন, জানি না। দাদু-ঠাকুরমার কাছে শুনেছি, প্রায় ১৪০ বছর আগে কলকাতা থেকেই ফিজি-গামী জাহাজে উঠেছিলেন ওঁরা। এই কারণেই কলকাতার প্রতি আমার আলাদা টান রয়েছে।’’
ভারতে কোথায় আপনার পূর্বপুরুষেরা থাকতেন জানতে ইচ্ছে করে না? সাংবাদিক বৈঠকের জন্য কোচ আন্তোনিয়ো লোপেস হাবাসের সঙ্গে বৃহস্পতিবারই গোয়া পৌঁছে যাওয়া রয় কৃষ্ণ বলছেন, ‘‘ইচ্ছে তো করে। কিন্তু কোথায় ওঁরা থাকতেন, তা কেউ জানে না। ইচ্ছে থাকলেও খোঁজার উপায় তো নেই।’’ মুখে না বললেও খোঁজ শুরু করে দিয়েছেন রয় কৃষ্ণ। জানা গিয়েছে, কয়েক মাস আগে আইএসএলের ফাঁকে ছুটিতে চেন্নাই গিয়েছিলেন এই কারণেই। যদিও তা নিয়ে কথা বলতে খুব একটা আগ্রহ দেখালেন না।