Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ওয়াডার সঙ্গে যুদ্ধ রাশিয়ার

সমালোচনার মুখে রুশ পোলভল্টার ইলিনা ইসিনবায়েভা। বৃহস্পতিবারই রাশিয়ার ডোপ বিরোধী সংস্থা রুশাদা-র পর্যবেক্ষক বোর্ডে যুক্ত হন এই মহিলা পোলভল্টার। শুক্রবারই যার সমালোচনা করেছে বিশ্ব ডোপ বিরোধী সংস্থা (ওয়াডা)।

বিতর্কে: ইসিনবায়েভার নিয়োগে ওয়াডার আপত্তি। —ফাইল চিত্র।

বিতর্কে: ইসিনবায়েভার নিয়োগে ওয়াডার আপত্তি। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
মস্কো শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ০৩:০৬
Share: Save:

সমালোচনার মুখে রুশ পোলভল্টার ইলিনা ইসিনবায়েভা। বৃহস্পতিবারই রাশিয়ার ডোপ বিরোধী সংস্থা রুশাদা-র পর্যবেক্ষক বোর্ডে যুক্ত হন এই মহিলা পোলভল্টার। শুক্রবারই যার সমালোচনা করেছে বিশ্ব ডোপ বিরোধী সংস্থা (ওয়াডা)।

এ দিনই ওয়াডার তরফে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়াডা রুশাদা-য় কাউকে যুক্ত করার ব্যাপারে যে পদ্ধতি অনুসরণ করতে বলেছিল, ইসিনবায়েভার সংযুক্তিতে তা অনেকটাই এড়িয়ে যাওয়া হয়েছে।’’

রাশিয়ার ক্রীড়া আধিকারিকরা ইতিমধ্যেই ডোপিং নিয়ে বিশ্বে তাদের ভাবমূর্তি উজ্জ্বল করতে উদ্যোগী হয়েছেন। কিন্তু ইসিনবায়েভার রুশাদায় যুক্ত হওয়ার পর মুখ খুলেছেন ওয়াডার ডিরেক্টর অলিভার নিগলি। তাঁর কথায়, ‘‘যে গতিতে রাশিয়ায় ডোপ বিরোধী সংস্থার কাজ এগোনোর কথা ছিল, তা কিন্তু এখনও দেখতে পাচ্ছি না।’’

যদিও ওয়াডার এই মনোভাবের পর ইসিনবায়েভার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বৃহস্পতিবার এই রুশাদা-র পর্যবেক্ষক বোর্ডে যুক্ত হওয়ার পর তিনি বলেছিলেন, ‘‘খেলাকে ডোপিং মুক্ত করাই প্রধান কাজ। আর তার জন্য প্রতিষ্ঠানে নিজের সেরা প্রচেষ্টা দিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yelena Isinbaeva Russia WADA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE