Advertisement
২৬ এপ্রিল ২০২৪

প্র্যাকটিস ম্যাচে হেরে গেলেন দুমিনিরা

এক ইনিংসেই ক্রিকেটের তিনটে ফর্ম্যাটের ব্যাটিং ঝালিয়ে রাখা! পালমে বাংলাদেশ ‘এ’-র বিরুদ্ধে দেড়শো করা শিখর ধবন শুরু করেছিলেন টেস্ট ব্যাটিংয়ের মোডে। হাফসেঞ্চুরি করার পর ঠিক করে ফেলেন যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টিটাও খেলতে হবে। অতএব, সেটার ব্যাটিং প্র্যাকটিসও একটু করে রাখা ভাল।

অবিশ্বাস্য!  নিরাপত্তাহীন বাউন্ডারি লাইনে ফিল্ডার দক্ষিণ আফ্রিকার মিলার। পালমে মঙ্গলবার। ছবি: পিটিআই

অবিশ্বাস্য! নিরাপত্তাহীন বাউন্ডারি লাইনে ফিল্ডার দক্ষিণ আফ্রিকার মিলার। পালমে মঙ্গলবার। ছবি: পিটিআই

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১৭
Share: Save:

এক ইনিংসেই ক্রিকেটের তিনটে ফর্ম্যাটের ব্যাটিং ঝালিয়ে রাখা! পালমে বাংলাদেশ ‘এ’-র বিরুদ্ধে দেড়শো করা শিখর ধবন শুরু করেছিলেন টেস্ট ব্যাটিংয়ের মোডে। হাফসেঞ্চুরি করার পর ঠিক করে ফেলেন যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টিটাও খেলতে হবে। অতএব, সেটার ব্যাটিং প্র্যাকটিসও একটু করে রাখা ভাল। ‘‘হাফসেঞ্চুরি করার পর আগ্রাসী ব্যাটিংয়ের দিকে চলে যাই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলতে হবে। তাই কয়েকটা আগ্রাসী শটও প্র্যাকটিস করে রাখলাম,’’ বলে দিয়েছেন ধবন।
প্রাক্-সিরিজ যুদ্ধে ধবনের ফর্ম যদি ভারতের পক্ষে একটা সুখবর হয়, তা হলে দ্বিতীয় ভাল খবরটা হল ফাফ দু’প্লেসির টিমের প্রস্তুতি ম্যাচে হেরে যাওয়া। নয়াদিল্লির পালম মাঠে ভারত ‘এ’-র (১৯০-২) বিরুদ্ধে টি-টোয়েন্টিতে আট উইকেটে হেরে গেল দক্ষিণ আফ্রিকা (১৮৯-৩)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE