বিরাট কোহালির মনে হয় না, তিনি এখনও পরিপূর্ণ নন। বরং পারফেকশন পয়েন্টে পৌঁছনো এখনও তাঁর বাকি। প্রত্যেক দিনকে তাই নতুন দিন হিসেবে দেখেন, সব সময়ই তাঁর মনে হয় নিজেকে উন্নত করার আরও প্রয়োজন আছে।
বিরাট কোহালি মনে করিয়ে দিতে চান, একটা সময় তিনি অন্য ক্রিকেটারদের মতোই ছিলেন। নিজের জায়গা নিয়ে অনিশ্চয়তা থাকত, হিতাহিত ভুলে খেলতে গিয়ে ভুল করতেন। মাঠ এবং মাঠের বাইরে সব সময় নিজেকে নিয়ন্ত্রণ করতেও ইচ্ছে করত না।
‘‘প্রতিটা ম্যাচে আমি নামি যখন, মাথায় ঘোরে যে আমাকে আরও উন্নতি করতে হবে। আসলে রগড়ানির কোনও বিকল্প এখনও নেই,’’ শুক্রবার বলে দিয়েছেন কোহালি। সঙ্গে যোগ করেছেন, ‘‘বাকি ক্রিকেটারদের যে সমস্যায় পড়তে হয়, একটা সময় আমাকেও পড়তে হয়েছিল। টিমে জায়গা ধরে রাখতে পারব কি না, তা নিয়ে অনিশ্চয়তায় ভুগতাম। আগ্রাসন দেখাতে গিয়ে ভুল করতাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি ভাবতে চেষ্টা করবেন যে, খেলাটার শীর্ষে নিজেকে রাখতে গেলে কী কী করতে হবে।’’