Advertisement
২৩ এপ্রিল ২০২৪

শহরে নতুন ক্রীড়া গন্তব্য ফ্যানাটিক

ডব্লিউ জি গ্রেসের চিঠি। রজার ফেডেরারের টুপি। সচিন তেন্ডুলকরের একশো সেঞ্চুরির ব্যাট। বিশ্বনাথন আনন্দের দাবা বোর্ড। পেলের সত্তর বিশ্বকাপ জার্সি। বেজিং অলিম্পিক্সে সোনাজয়ী অভিনব বিন্দ্রার গ্লাভস।

স্পোর্টস মিউজিয়ামের উদ্বোধনে সৌরভ গঙ্গোপাধ্যায় ও প্যারালিম্পিক্সের পদকজয়ী দীপা মালিকের সঙ্গে সচিন।  ছবি: উৎপল সরকার

স্পোর্টস মিউজিয়ামের উদ্বোধনে সৌরভ গঙ্গোপাধ্যায় ও প্যারালিম্পিক্সের পদকজয়ী দীপা মালিকের সঙ্গে সচিন। ছবি: উৎপল সরকার

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭ ০৩:৩৪
Share: Save:

ডব্লিউ জি গ্রেসের চিঠি। রজার ফেডেরারের টুপি। সচিন তেন্ডুলকরের একশো সেঞ্চুরির ব্যাট। বিশ্বনাথন আনন্দের দাবা বোর্ড। পেলের সত্তর বিশ্বকাপ জার্সি। বেজিং অলিম্পিক্সে সোনাজয়ী অভিনব বিন্দ্রার গ্লাভস।

শহরের ক্রীড়াপ্রেমীরা বিনোদনের নতুন এক গন্তব্য পেলেন রবিবার। নাম— ‘ফ্যানাটিক’, যা আসলে ক্রীড়া মিউজিয়াম। যেখানে ক্রিকেট থেকে টেনিস, ফুটবল থেকে হকি— যে কোনও খেলারই ইতিহাস সরণি ধরে হাঁটা যাবে। মিউজিয়ামের উদ্বোধন এ দিন জাঁকজমকপূর্ণ ভাবে হল। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অলিম্পিক্সে সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা, প্যারালিম্পিক্সে সোনাজয়ী দীপা মালিক এবং দেবেন্দ্র ঝাঝারিয়া।

উদ্বোধন মঞ্চে সচিন বলছিলেন, ‘‘এমসিসি মিউজিয়াম বা ব্র্যাডম্যান মিউজিয়ামে গিয়েছি। সব ক’টাই ছিল ক্রিকেট মিউজিয়াম। এটা তা নয়। এখানে সব খেলাকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে।’’ সৌরভ বলে দেন, ‘‘মিউজিয়ামে ঢুকে আমি এক কথায় চমকে গিয়েছি।’’ অভিনব বিন্দ্রা বললেন, ফ্যানাটিকের সঙ্গে লুসানে অলিম্পিক্স মিউজিয়ামের মিল খুঁজে পেয়েছেন। দীপা মালিকের ছোটবেলার একটা বড় অংশ কেটেছে কলকাতায়। বললেন, ‘‘মনে হচ্ছে শহরের সঙ্গে আবার নতুন করে বন্ধন তৈরি হল।’’ শিল্পপতি হর্ষ নেওটিয়া ও ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদারের যৌথ উদ্যোগে তৈরি এই মিউজিয়াম সম্পর্কে এঁরা আরও একটা কথা বলে গেলেন। ‘ফ্যানাটিক’ শুধু কলকাতার নয়, আজ থেকে গোটা ভারতবর্ষের সম্পদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sachin Tendulkar Sourav Ganguly Deepa Malik
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE