Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sachin Tendulkar

Sachin Tendulkar: ১৯ বছর আগে সাজঘরে নতুন এক জিনিসের আগমন দেখে অবাক হয়ে গিয়েছিলেন সচিন, জানালেন নিজেই

সচিনের মতে প্রযুক্তি পাল্টে দিয়েছে ক্রিকেটকে। এখনকার ক্রিকেটে প্রতিটা বলের চুলচেরা বিশ্লেষণ চলে সাজঘরে।

 সচিন তেন্ডুলকর।

সচিন তেন্ডুলকর। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ১৪:৩৫
Share: Save:

অবাক হয়ে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর। প্রশ্ন ছিল, “ল্যাপটপ কী করবে সাজঘরে?”

২০০২ সালে ভারতীয় ক্রিকেটের সাজঘরে ব্যাট, বলের সঙ্গে ঢুকে ছিল ল্যাপটপ। ক্রিকেটে প্রযুক্তির ব্যবহার এখন খুব প্রচলিত হলেও সেই সময় অবাক করে দিয়েছিল সচিনকে। অবসরের আট বছর পরেও টেস্ট এবং একদিনের ক্রিকেটে সব থেকে বেশি রানের মালিক যিনি, সেই সচিন তখন বুঝতেই পারেননি ক্রিকেটে কী বদল আনতে পারে ল্যাপটপ।

এখনকার ক্রিকেটে প্রতিটি বলের চুলচেরা বিশ্লেষণ চলে সাজঘরে। প্রযুক্তির সাহায্যে একজন ক্রিকেটার এখন আরও বেশি দক্ষ হয়ে ওঠার সুযোগ পান। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সচিন বলেন, “প্রযুক্তি সবকিছু পাল্টে দিয়েছে। ২০০২ সালে একটা ল্যাপটপ নিয়ে আসা হয়েছিল সাজঘরে। আমি বলেছিলাম, ‘ল্যাপটপ কী করবে সাজঘরে?”

সচিনের মতে প্রযুক্তি পাল্টে দিয়েছে ক্রিকেটকে। তিনি বলেন, “সময়ের সঙ্গে ধীরে ধীরে প্রযুক্তি এসেছে ক্রিকেটে। ঢুকে পড়েছে সাজঘরে। বেড়েছে তার ব্যবহারও। দলের বৈঠক এখন অনেক সহজ হয়েছে। আগে হয়তো কেউ বলল, ‘মনে আছে তো মেলবোর্নে কী ভাবে আউট করেছিলাম?’ বোঝা যেত না আদৌ সবার সেই আউটের কথা মনে পড়ল কি না। এখন সহজেই তা দেখিয়ে দেওয়া যাচ্ছে।”

রিভিউ সিস্টেম (ডিআরএস) আসার পর প্রযুক্তির প্রভাব ক্রিকেটে কতটা তা আরও স্পষ্ট হয়ে গিয়েছে। টি২০-র মতো ছোট সংস্করণে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্যেও প্রযুক্তি জরুরি বলেই মনে করেন ক্রিকেটাররা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sachin Tendulkar Team India Dressing Room
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE