Advertisement
২৩ সেপ্টেম্বর ২০২৩

গুরুপূর্ণিমায় শ্রদ্ধাজ্ঞাপন সচিন-কাম্বলিদের

গত বছর পর্যন্ত এই বিশেষ দিনে মুম্বইয়ে তাঁর ক্রিকেট-গুরু রমাকান্ত আচরেকরের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানাতেন মাস্টার ব্লাস্টার।

সম্মান: প্রয়াত কোচ আচরেকরের সঙ্গে ছবি টুইট করে শ্রদ্ধাজ্ঞাপন সচিনের।

সম্মান: প্রয়াত কোচ আচরেকরের সঙ্গে ছবি টুইট করে শ্রদ্ধাজ্ঞাপন সচিনের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৯ ০৪:৪৮
Share: Save:

দেশ জুড়ে গুরুপূর্ণিমা পালনের মাধ্যমে নিজেদের গুরুকে স্মরণ করলেন দেশের প্রথম সারির ক্রীড়াবিদরা। যে তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর, ভি ভি এস লক্ষ্মণ, বীরেন্দ্র সহবাগ-সহ একাধিক প্রথম সারির ক্রীড়া-ব্যক্তিত্ব।

গত বছর পর্যন্ত এই বিশেষ দিনে মুম্বইয়ে তাঁর ক্রিকেট-গুরু রমাকান্ত আচরেকরের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানাতেন মাস্টার ব্লাস্টার। কিন্তু সচিনের সেই ‘আচরেকর স্যার’ প্রয়াত হয়েছেন চলতি বছরের জানুয়ারি মাসে। তাই তাঁর সঙ্গে নিজের ছবি পোস্ট করেই গুরুকে শ্রদ্ধা জানিয়েছেন সচিন। যেখানে শিক্ষক আচরেকর ও ছাত্র সচিন— দু’জনেই হাসি মুখে ফ্রেমবন্দি। হিন্দিতে সচিন লিখেছেন, ‘‘গুরুব্রহ্ম, গুরুবিষ্ণুঃ, গুরুদেব মহেশ্বরঃ, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্ময়ী শ্রী গুরবে নমঃ।’’ সঙ্গে ইংরেজিতেও প্রাক্তন ভারত অধিনায়ক লিখে দিয়েছেন, ‘‘গুরু হলেন তিনি যিনি ছাত্রের অজ্ঞতার অন্ধকার দূর করেন। আচরেকর স্যার, আপনাকে ধন্যবাদ আমাকে তৈরি করার জন্য। আজ যে জায়গায় পৌঁছতে পেরেছি, তার পুরোটাই আপনার আশীর্বাদে।’’

আচরেকরের আর এক শিষ্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলিও গুরুকে শ্রদ্ধা জানিয়েছেন। আচরকের স্যারের ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের ছবি টুইট করে মুম্বইয়ের এই প্রাক্তন ক্রিকেটার লিখেছেন, ‘‘আপনি শুধু আমাকে বড় ক্রিকেটার হতেই শেখাননি। একজন ভাল মানুষ হতেও শিখিয়েছিলেন। আপনার অভাব বোধ করছি আচরেকর স্যার। আপনার শিক্ষা আমার সঙ্গে সারা জীবন থাকবে। শুভ গুরু পূর্ণিমা।’’ ভারতীয় দলে সচিনের ওপেনিং পার্টনার বীরেন্দ্র সহবাগ আবার গুরুপূর্ণিমায় টুইট করেছেন, ‘‘অন্ধকার দূর হোক। শুভ গুরুপূর্ণিমা।’’

বর্তমান ভারতীয় দলের ওপেনার শিখর ধওয়ন দু’টি ছবি টুইট করেছেন। যার একটিতে তিনি রয়েছেন ছোটবেলার কোচের সঙ্গে। আর একটি ছবিতে তাঁর বিভিন্ন মেন্টরের ছবির কোলাজ। যেখানে মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহালি, রবি শাস্ত্রী, ভি ভি এস লক্ষ্মণ, রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ অনেকেই রয়েছেন। সঙ্গে শিখর লিখেছেন, ‘‘গুরু পূর্ণিমার এই বিশেষ দিনে আমার জীবনের সকল শিক্ষক ও মেন্টরকে শ্রদ্ধা জানাচ্ছি। এঁরা সকলেই আমাকে ঠিক পথে চালনা করে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে সাহায্য করেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE