মুম্বইয়ের সিনিয়র দলের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিষেক হয়ে গিয়েছে। এবার কি তাহলে আইপিএলেও দেখা যাবে সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনকে? এমনই জল্পনা দানা বেধেছে ঘরোয়া ক্রিকেট মহলে।
শুক্রবার হরিয়ানার বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে অভিষেক হয় অর্জুনের। ম্যাচে এক উইকেট নেন তিনি। এবারের আইপিএল নিলাম হবে আগামী মাসে। তার আগে তিনি যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির নজরে রয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না।
কিন্তু ঘরোয়া ক্রিকেটে অর্জুনের পারফরম্যান্স মোটেই আশাপ্রদ নয়। রান বা উইকেটের বিচারে তাঁর থেকে এগিয়ে এরকম অনেকেই রয়েছেন। বহুদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে নিজের ছাপ রাখার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন অর্জুন। কিন্তু সাফল্য এখনও সে ভাবে ধরা দেয়নি।