Advertisement
E-Paper

সচিন আজকের দিনেই অস্ট্রেলিয়ার মাটিতে কনিষ্ঠতম টেস্ট শতরানের মালিক হয়েছিলেন

অস্ট্রেলিয়ার মাঠে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে মাত্র ১৮ বছর ২৫৬ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন সচিন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ ১৯:২৯
তরুণ সচিন। ছবি: আইসিসি

তরুণ সচিন। ছবি: আইসিসি

শত শতরানের মালিক তিনি। সেই সচিন তেন্ডুলকরের অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সেঞ্চুরি এসেছিল আজকের দিনে ১৯৯২ সালে। সিডনির মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেন তিনি। অস্ট্রেলিয়ার মাঠে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে মাত্র ১৮ বছর ২৫৬ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন সচিন

সচিন বলেন, “আমাকে আউট করার জন্য সব রকম চেষ্টা করছিল ওরা। ওই সফর শুধু আমার টেকনিকে উন্নতি আনেনি, আমার মানসিক শক্তি বাড়িয়ে দিয়েছিল।” অস্ট্রেলিয়াতে প্রথমবার সফর করছিলেন সচিন। সেই সিরিজে ০-৪ হেরে যায় ভারত। সচিনের সেঞ্চুরি ভারতকে জয় এনে দিতে পারেনি। তবে সচিন মনে করেন সেই সিরিজ ওঁকে পাল্টে দিয়েছিল। ২১৫ বলে ১৪৮ রান করেন সচিন। বুঝিয়ে দিয়েছিলেন ভবিষ্যতে তাঁর ব্যাট শাসন করবে গোটা বিশ্ব।

সেই সিরিজে আরও একটি সেঞ্চুরি করেছিলেন তিনি। পারথে দ্বিতীয় সেঞ্চুরি করেন তিনি। ১১৪ রানের সেই ইনিংসও ভারতকে জেতাতে পারেনি। কিন্তু পরিণত করে তুলেছিল সচিনকে।

আরও পড়ুন: অনুশীলনে ব্যস্ত ঋষভ পন্থ, তৈরি হচ্ছেন তৃতীয় টেস্টের জন্য

আরও পড়ুন: আজ একদিনের ক্রিকেটের ৫০ বছর, তখনকার বিনোদন এখন লড়াই

সচিনের প্রথম টেস্ট সেঞ্চুরি আসে ম্যাঞ্চেস্টারে ১৯৯০ সালে। ১১৯ রানে অপরাজিত ছিলেন সেই ম্যাচে। ভারতের কনিষ্ঠতম হিসেবে শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। তখন সচিনের বয়স ১৭ বছর ৭৮ দিন।

Sachin Tendulkar cricket Indian cricketer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy