Advertisement
E-Paper

স্বচ্ছ ভারতের জন্য ফের রাস্তায় সচিন

ফের ঝাঁটা হাতে ‘স্বচ্ছ ভারত’ গড়তে রাস্তায় নামলেন সচিন তেন্ডুলকর। নিজের শহরের ফুটপাথ সাফ করেই ক্ষান্ত হননি প্রাক্তন ভারত অধিনায়ক। প্রধানমন্ত্রীর ‘স্বচ্ছ ভারত অভিযান’-এ যোগ দিতে দেশের অন্য ক্রীড়াবিদদেরও আহ্বান জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের ‘মাস্টার ব্লাস্টার’।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৪ ০৩:১৯

ফের ঝাঁটা হাতে ‘স্বচ্ছ ভারত’ গড়তে রাস্তায় নামলেন সচিন তেন্ডুলকর। নিজের শহরের ফুটপাথ সাফ করেই ক্ষান্ত হননি প্রাক্তন ভারত অধিনায়ক। প্রধানমন্ত্রীর ‘স্বচ্ছ ভারত অভিযান’-এ যোগ দিতে দেশের অন্য ক্রীড়াবিদদেরও আহ্বান জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের ‘মাস্টার ব্লাস্টার’।

টুইটারে সচিন সেই আহ্বান জানিয়েছেন সাইনা নেহওয়াল, সর্দার সিংহ-সহ ক্রিকেট সার্কিটের বন্ধু অতুল রানাডে, অতুল কাসবেকরদেরও। লিখেছেন, “স্বচ্ছ ভারতই সত্যি ভারত—এই কথাটা দিকে দিকে ছড়িয়ে দাও।” পোস্ট করেছেন ফুটপাথ সাফ করার ভিডিও।

এ দিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই ৪১ বছরের এই প্রাক্তন ক্রিকেটার নেমে পড়েন বান্দ্রা বাস ডিপোর উল্টোদিকের জঞ্জালভরা ফুটপাথ সাফ করতে।

পরে নিজের ফেসবুক ওয়ালে এই অভিজ্ঞতা ভক্তদের মধ্যে ভাগ করতে গিয়ে সচিন লিখেছেন—“বান্দ্রা বাস ডিপোর উল্টো দিকের ফুটপাথ এতটাই জঞ্জালে ভরা ছিল যে তা পথচারীদের ব্যবহারের উপযুক্ত ছিল না। কেউ কেউ ফুটপাথেই প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফেলতেন। তাই আজ সকালে বন্ধু এবং কয়েকজন স্বেচ্ছাসেবকের সঙ্গে ঝাঁটা, কুড়ুল, কোদাল হাতে নেমে পড়েছিলাম জঞ্জাল সাফ করতে। পথচারী এবং গাড়ি চালকদের এর জন্য অল্প সমস্যা হয়েছে। আমাদের দেখে এক ঘণ্টার মধ্যেই এলাকার রিক্সা চালকরাও হাত লাগান—যাঁরা প্রথম থেকেই উত্‌সাহী চোখে আমাদের সাফাই কার্য দেখছিলেন। দু’ঘণ্টা কাজ করার পরও দেখলাম মোটে অর্ধেক কাজ সারা হয়েছে। এই এলাকার সৌন্দর্যায়নের জন্য সিদ্ধান্ত হয়েছে, ফুটপাথ এমন ভাবে পরিস্কার করতে হবে যাতে আম জনতা ভবিষ্যতে ফুটপাথ ব্যবহার করতে আগ্রহী হয়। আগামী কালও ফুটপাথ পরিস্কারের কাজ চলবে। কাজ শেষ হলে ফুটপাথ লাগোয়া দেওয়ালে রং করা হবে। পুরসভাও সেখানে গাছের চারা, বেঞ্চ এবং সোলার ল্যাম্প লাগাবে। মুম্বই পুলিশও ফুটপাথে বেআইনি পার্কিং কেউ যাতে না করতে পারে সে ব্যাপারে নজর দেবে বলে জানিয়েছে।”

swach bharat sachin sachin tendulkar narendra modi clean india sports news online sports news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy