Advertisement
৩০ সেপ্টেম্বর ২০২৩
Sports News

গুরুপূর্ণিমায় কোচ আচরেকরকে শ্রদ্ধা সচিন, কাম্বলির

১৬ বছর বয়সে দেশের হয়ে অভিষেক হয়েছিল সচিনের। তখন তাঁর বয়স ১৬। তাঁর পিছনে ছিলেন স্বয়ং আচরেকর। তেন্ডুরলকর সবসময় তাঁর জীবনের সব সাফল্যের জন্য কৃতিত্ব দিয়েছেন আচরেকরকে। ১৯৯০ এ দ্রোনাচার্জ পুরস্কার পেয়েছিলেন তিনি ২০১০এ পদ্ম শ্রী।

সচিন তেন্ডুলকর। — ফাইল চিত্র।

সচিন তেন্ডুলকর। — ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৭ ১৮:৪২
Share: Save:

রমাকান্ত আচরেকরের কাছেই ক্রিকেট শুরু। তাঁর হাত ধরেই তিনি মাস্টার ব্লাস্টার। শুধু তিনি নন একসঙ্গে উঠে এসেছিলেন এই একই কোচের হাত ধরে আরও এক ক্রিকেটার। তিনি বিনোদ কাম্বলি। কিন্তু দারুণ শুরু করেও টিকে থাকতে পারেননি নিজের লাইফ স্টাইলের জন্য। ছিটকে গিয়েছেন ক্রিকেট থেকে। সঙ্গে ব্যাক্তিগত জীবনের নানা জটিলতা। কিন্তু তিনিও ভোলেননি তাঁর ছোটবেলার কোচকে। তিনি রমাকান্ত আচরেকর। গুরুপূর্ণিমার দিন তাঁর দুই সেরা ছাত্র আজ তাকে মনে করলেন নিজেদের মতো করেই।

আরও খবর: ভারতীয় কোচের পদে কে, ইন্টারভিউ দেবেন ছ’জন

সচিন তেন্ডুলকর আচরেকররের সঙ্গে তাঁর একদম কম বয়সের একটি ছবি পোস্ট করে লেখেন ‘‘শুভ গুরুপূর্ণিমা আচরেকর স্যার ও অন্যান্য কোচদের। যারা আমাকে পুরো কেরিয়ারে খুব সাহায্য করেছে। যার কোনও মূল্য হয় না।’’ ১৬ বছর বয়সে দেশের হয়ে অভিষেক হয়েছিল সচিনের। তখন তাঁর বয়স ১৬। তাঁর পিছনে ছিলেন স্বয়ং আচরেকর। তেন্ডুরলকর সবসময় তাঁর জীবনের সব সাফল্যের জন্য কৃতিত্ব দিয়েছেন আচরেকরকে। ১৯৯০ এ দ্রোনাচার্জ পুরস্কার পেয়েছিলেন তিনি ২০১০এ পদ্ম শ্রী। ! (_) সচিনের সঙ্গে টুইট করেন বিনোদ কাম্বলিও। কাম্বলি আচরেকরের সঙ্গে সেলফি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন ‘‘গুরু আচরেকরের কাছ থেকে আশীর্বাদ নিলাম।’’ হরভজন সিংহও এদিন টুইট করেন। তবে তিনি তাঁর ক্রিকেট কোচের উদ্দেশে করেননি। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন যাঁদের কাছ থেকে তিনি প্রতিনিয়ত শেখেন। সেটা পরিবার হতে পারে বা বন্ধু বা অন্য য়ে কোনও মানুষ।

সচিনের সঙ্গে টুইট করেন বিনোদ কাম্বলিও। কাম্বলি আচরেকরের সঙ্গে সেলফি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন ‘‘গুরু আচরেকরের কাছ থেকে আশীর্বাদ নিলাম।’’ হরভজন সিংহও এদিন টুইট করেন। তবে তিনি তাঁর ক্রিকেট কোচের উদ্দেশে করেননি। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন যাঁদের কাছ থেকে তিনি প্রতিনিয়ত শেখেন। সেটা পরিবার হতে পারে বা বন্ধু বা অন্য য়ে কোনও মানুষ।

সচিন তেন্ডুলকর আচরেকররের সঙ্গে তাঁর একদম কম বয়সের একটি ছবি পোস্ট করে লেখেন ‘‘শুভ গুরুপূর্ণিমা আচরেকর স্যার ও অন্যান্য কোচদের। যারা আমাকে পুরো কেরিয়ারে খুব সাহায্য করেছে। যার কোনও মূল্য হয় না।’’ ১৬ বছর বয়সে দেশের হয়ে অভিষেক হয়েছিল সচিনের। তখন তাঁর বয়স ১৬। তাঁর পিছনে ছিলেন স্বয়ং আচরেকর। তেন্ডুরলকর সবসময় তাঁর জীবনের সব সাফল্যের জন্য কৃতিত্ব দিয়েছেন আচরেকরকে। ১৯৯০ এ দ্রোনাচার্জ পুরস্কার পেয়েছিলেন তিনি ২০১০এ পদ্ম শ্রী। ! (_) সচিনের সঙ্গে টুইট করেন বিনোদ কাম্বলিও। কাম্বলি আচরেকরের সঙ্গে সেলফি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন ‘‘গুরু আচরেকরের কাছ থেকে আশীর্বাদ নিলাম।’’ হরভজন সিংহও এদিন টুইট করেন। তবে তিনি তাঁর ক্রিকেট কোচের উদ্দেশে করেননি। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন যাঁদের কাছ থেকে তিনি প্রতিনিয়ত শেখেন। সেটা পরিবার হতে পারে বা বন্ধু বা অন্য য়ে কোনও মানুষ।

সচিন তেন্ডুলকর আচরেকররের সঙ্গে তাঁর একদম কম বয়সের একটি ছবি পোস্ট করে লেখেন ‘‘শুভ গুরুপূর্ণিমা আচরেকর স্যার ও অন্যান্য কোচদের। যারা আমাকে পুরো কেরিয়ারে খুব সাহায্য করেছে। যার কোনও মূল্য হয় না।’’ ১৬ বছর বয়সে দেশের হয়ে অভিষেক হয়েছিল সচিনের। তখন তাঁর বয়স ১৬। তাঁর পিছনে ছিলেন স্বয়ং আচরেকর। তেন্ডুরলকর সবসময় তাঁর জীবনের সব সাফল্যের জন্য কৃতিত্ব দিয়েছেন আচরেকরকে। ১৯৯০ এ দ্রোনাচার্জ পুরস্কার পেয়েছিলেন তিনি ২০১০এ পদ্ম শ্রী। ! (_) সচিনের সঙ্গে টুইট করেন বিনোদ কাম্বলিও। কাম্বলি আচরেকরের সঙ্গে সেলফি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন ‘‘গুরু আচরেকরের কাছ থেকে আশীর্বাদ নিলাম।’’ হরভজন সিংহও এদিন টুইট করেন। তবে তিনি তাঁর ক্রিকেট কোচের উদ্দেশে করেননি। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন যাঁদের কাছ থেকে তিনি প্রতিনিয়ত শেখেন। সেটা পরিবার হতে পারে বা বন্ধু বা অন্য য়ে কোনও মানুষ।

সচিনের সঙ্গে টুইট করেন বিনোদ কাম্বলিও। কাম্বলি আচরেকরের সঙ্গে সেলফি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন ‘‘গুরু আচরেকরের কাছ থেকে আশীর্বাদ নিলাম।’’ হরভজন সিংহও এদিন টুইট করেন। তবে তিনি তাঁর ক্রিকেট কোচের উদ্দেশে করেননি। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন যাঁদের কাছ থেকে তিনি প্রতিনিয়ত শেখেন। সেটা পরিবার হতে পারে বা বন্ধু বা অন্য য়ে কোনও মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE