গত বুধবার ৪৬ বছরে পা দিয়েছেন ক্রিকেটের মাস্টার ব্লাস্টার। জন্মদিনে সচিনের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ভেসে গিয়েছে শুভেচ্ছার বন্যায়। জন্মদিনে সচিনকে শুভেচ্ছা জানিয়েছিলেন সচিনের ছোটবেলার বন্ধু ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি। সেই শুভেচ্ছার প্রত্যুত্তর দিতে গিয়ে কাম্বলিকে ট্রোলড করলেন ক্রিকেট ঈশ্বর। কিন্তু কেন?
জন্মদিনে সচিনকে নিজের গলায় গান গেয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন কাম্বলি। ‘ইয়াদ করেগি দুনিয়া তেরা মেরা আফসানা’ গানটি নিজের গলায় গেয়েছিলেন তিনি। কিন্তু সেই শুভেচ্ছার উত্তর দেওয়ার সময় কাম্বলিকে সচিন যা বলেছেন, তা নিয়ে হাসি ঠাট্টায় মেতেছেন নেটিজেনরা।
ফিরতি সেই টুইটে সচিন বলেছেন, ‘শুভেচ্ছার জন্য ধন্যবাদ, দারুণ হয়েছে গানটা।’এরপরই তিনি ছোটবেলার বন্ধুর সঙ্গে মজা করেছেন। বলেছেন, ‘‘আমি অবাক হয়ে যাচ্ছি। বুঝতে পারছি না তোমার দাড়ি সাদা হয়েছে কিন্তু তোমার ভ্রূ কী করে এখনও কালো?’’
Thanks for the wishes, @vinodkambli349. The song is great but I am still wondering why are your eyebrows still black when your beard is white😜. https://t.co/QmRUtdgbNe
— Sachin Tendulkar (@sachin_rt) April 25, 2019
আর সচিন এই উত্তর দেওয়ার পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। কেউ বলেছেন, ‘এটা ডিজিটাল যুগ, তাই সব কিছুই হতে পারে।’ কেউ আবার, ‘সচিনের হাস্যরসের প্রশংসা করেছেন।’ তবে কাম্বলির এই ভ্রূ, দাড়ির রঙ নিয়ে হাসি মশকরা চললেও নেটিজেনরাও কাম্বলির গানের প্রশংসা করেছেন।
আরও পড়ুন: নেই নারাইন-পোলার্ড, বিশ্বকাপের দলে রীতিমতো চমক দিল ওয়েস্ট ইন্ডিজ